প্লাস্টিকের বিনিময়ে বই, চবিতে দুই শিক্ষার্থীর অনন্য উদ্যোগ


CU Correspondent | Published: 2023-06-22 03:32:52 BdST | Updated: 2024-04-28 12:46:21 BdST

পরিবেশ দূষণে বিশ্বে বাংলাদেশের অবস্থান শীর্ষে। এ দেশে মাটি, পানি এবং বায়ু দূষণের হার জ্যামিতিক হারে বাড়ছে। কৃষিপ্রধান দেশ হিসেবে প্ল্যাস্টিক মাটি ও পরিবেশের যে ক্ষতি করছে, তা উদ্বেগের বিষয়। সেই উদ্বেগ থেকেই ‘প্লাস্টিকের বিনিময়ে বই’ কর্মসূচি পালন করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থী।

বুধবার (২১ জুন) সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের একটি গাছের নিচে এমনই এক দৃশ্যের দেখা মিলেছে।

‘পাশে আছি ইনিশিয়েটিভ’ এর সহযোগিতায় এসময় তারা প্রায় একশো বই বিতরণ করেন। বিনিময়ে সংগ্রহ করেন হাজারেরও বেশি প্লাস্টিকের বোতল। তাছাড়া শিক্ষার্থীরা যাতে প্লাস্টিক ব্যবহার সীমিত ও পুনর্ব্যবহার নিশ্চিত করে সে বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পিং করেন তারা।

‘প্লাস্টিকের বিনিময়ে বই’ কর্মসূচির উদ্যোক্তারা হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান বুলবুল ও ব্যবস্থাপনা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. মাসুদ রানা।

প্লাস্টিকের বিনিময়ে বই পেয়ে দর্শন বিভাগের শিক্ষার্থী মনোরঞ্জন রায় বলেন, এরকম উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। একই সাথে পরিবেশ দূষণের বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে, পাশাপাশি বই পড়ায় উৎসাহিত করা হচ্ছে। আমিও প্রায় বিশটা প্লাস্টিক দিয়ে দুইটা বই উপহার পেয়েছি।

এরকম উদ্যোগে খুবই আনন্দ প্রকাশ করেছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী কায়েস। তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্লাস্টিকের বিনিময়ে বই প্রদান, খুবই ভালো একটি উদ্যোগ। এই উদ্যোগ সবাইকে পরিবেশ সচেতন করে তুলবে এবং দূষণ রোধে শিক্ষার্থীদের এগিয়ে আসতে উৎসাহিত করবে।

এ বিষয়ে উদ্দোক্তাদের একজন আসাদুজ্জামান বুলবুল বলেন, প্লাস্টিক পঁচে না। হাজার বছর পরেও প্ল্যাস্টিক থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ নির্গত হয়। যা মানুষ ও অন্যান্য জীবের হরমোনাল সিস্টেম নষ্ট করে এবং ক্যান্সারের কারণ হয়। প্লাস্টিক জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এসব ক্ষতিকর বিষয়ে মানুষকে সচেতন করতে প্লাস্টিকের বিনিময়ে বই বিতরণ কর্মসূচি গ্রহণ করি।

অন্য উদ্যোক্তা মো. মাসুদ রানা বলেন, আমাদের ব্যবহার্য যে দ্রব্যটি পরিবেশ দূষণের পেছনে অন্যতম বড় অবদান রাখছে তা হলো প্লাস্টিক। আমরা প্রতিনিয়ত প্লাস্টিক ব্যবহার করছি এবং পরিবেশ দূষিত করছি। পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতন বৃদ্ধি এবং ব্যবহৃত প্লাস্টিক রিসাইক্লিং করাই ছিল আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য।