চবি উপাচার্যকে ১৩৪ শিক্ষকের চিঠি


CU Correspondent | Published: 2023-07-14 02:53:00 BdST | Updated: 2024-04-28 19:24:24 BdST

কর্মক্ষেত্রে নানা ধরনের অসামঞ্জস্য সমাধানের লক্ষ্যে উপাচার্য বরাবর চিঠি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৩৪ জন শিক্ষকের একটি দল। বুধবার (১২ জুলাই) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বরাবর এ চিঠি পাঠান তারা।

চিঠিতে ছয়টি দাবি উল্লেখ করে শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রগতি ত্বরান্বিত করতে আমরা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। কিন্তু পরিতাপের বিষয়, কর্মক্ষেত্রে নানা ধরনের অসামঞ্জস্য দূরীকরণের জন্য বিভিন্ন সময় আমরা কিছু গুরুত্বপূর্ণ এবং ন্যায্য দাবি প্রশাসনের নিকট উত্থাপন করলেও অদ্যবধি এর কোন সুরাহা হয়নি। যা আমাদের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি করে দিচ্ছে। অতএব, নিম্নলিখিত বিষয়গুলো অনতিবিলম্বে সমাধানের জন্য মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

১। সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদন্নোতির ক্ষেত্রে অসমতা নিরসনে পদন্নোতির দরখাস্তের তারিখ থেকে কার্যকর করা।

২। একাডেমিক (পদোন্নতি) কাজে গবেষণা প্রবন্ধের Principal Author ও Corresponding Author কে সমান গুরুত্বপূর্ণ বিবেচনা।

৩। অনর্জিত ইনক্রিমেন্ট এর বকেয়া প্রদান।

৪। পোষ্ট ডক্টরাল প্রোগ্রামের জন্য বরাদ্দকৃত ছুটির মধ্যে অসামঞ্জস্যতা দূরীকরণ।

৫। প্রশাসনিক ভবনে "one-stop-service” চালুর ব্যবস্থা গ্রহণ করা।

৬। ডে কেয়ার সেন্টার চালুকরণ।

চিঠিতে তারা আরও বলেন, মাননীয় উপাচার্য, আপনি ইতোমধ্যে আমাদের দুইটি দাবি (অনর্জিত ইন্ক্রিমেন্ট ও টার্নিটিন সফ্টওয়ার চালুকরণ) পূরণ করার ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করে প্রশংসিত হয়েছেন। আমরা বিশ্বাস করি আপনি আমাদের উপরোক্ত দাবিগুলো পূরণে কার্যকর পদক্ষেপ নিয়ে সাধারণ শিক্ষকদের পাশে থাকবেন।