চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়া যাবে রাজশাহীতেও


CU Correspondent | Published: 2023-12-21 20:10:25 BdST | Updated: 2024-04-27 21:23:58 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও হবে। ওই কেন্দ্রে প্রতি ইউনিটে ১৫ হাজার শিক্ষার্থী অংশ নিতে পারবেন। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পরিচালনার কেন্দ্রীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

উপাচার্য শিরীণ আখতারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে এই সভা হয়। সভা শেষে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হেলাল উদ্দিন নিজামী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন সিরাজ উদ দৌল্লাহ ও জীববিজ্ঞান অনুষদের ডিন মো. তৌহিদ হোসেন সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের বাইরে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় ওই সিদ্ধান্ত হয়। এবারই প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঢাকা ও রাজশাহীতে নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতবারের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী পদ্ধতিতে হবে। এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে এবার পরীক্ষা হবে। আবেদন করতে প্রতি শিক্ষার্থীকে ইউনিটপ্রতি দিতে হবে এক হাজার টাকা। এবারও ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট মিলিয়ে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি ও কোটায় ৭৩৭টি।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন সিরাজ উদ দৌল্লাহ ও জীববিজ্ঞান অনুষদের ডিন মো. তৌহিদ হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চারটি ইউনিটের পরীক্ষা হবে। তবে দুটি উপ–ইউনিটের পরীক্ষা হবে কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৫ হাজার ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৫ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন। এ ক্ষেত্রে যাঁরা ওই দুই কেন্দ্রের জন্য আগে আবেদন করবেন, তাঁদের সুযোগ দেওয়া হবে।

সি ইউনিটের সিলেবাস পরিবর্তন
গত মঙ্গলবার ডিনস কমিটির সভায় ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সি ইউনিটের সব বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ওই ইউনিটে ব্যবসায় শিক্ষা থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য যে ৪৪১টি আসন বরাদ্দ ছিল, তা–ও তুলে নেওয়া হয়। তবে কেন্দ্রীয় কমিটির সভায় এসব সিদ্ধান্তের কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এতে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য ৩২০টি, বিজ্ঞান বিভাগের জন্য ২৫৬টি ও মানবিক বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য ৩২টি আসন বরাদ্দ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া ডিনস কমিটির সভায় সি ইউনিটের পরীক্ষায় ইংরেজিতে ৪০, গণিতে ৩০, সাধারণ জ্ঞানে ১৫ ও আইসিটিতে ১৫ থাকবে বলে সিদ্ধান্ত হলেও তা–ও পরিবর্তন করেছে কেন্দ্রীয় কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ইংরেজিতে ৪০, বিশ্লেষণ দক্ষতায় ৩০ ও সমস্যা সমাধান (প্রবলেম সলভিং) অংশে ৩০ থাকবে। সব বিভাগ থেকে পাস করা শিক্ষার্থী একই প্রশ্নে পরীক্ষা দেবেন। আগে এই ইউনিটে তিন ধরনের প্রশ্নপত্র করা হতো। একটি ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করা করা শিক্ষার্থীদের জন্য, আর দুটি বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য। এবার আর তেমনটি থাকছে না।

পরীক্ষার সূচি
আগামী ২ মার্চ এ ইউনিটের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে। এ ছাড়া ৭ মার্চ সি ইউনিট, ৮ মার্চ বি ইউনিট ও ১৬ মার্চ ডি ইউনিটের পরীক্ষা হবে। অন্যদিকে বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা যথাক্রমে ৩ ও ৪ মার্চ অনুষ্ঠিত হবে।