চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি শিগগিরই ঘোষণা করা হবে। এই লক্ষ্যে কাজ করছে সংগঠনের শীর্ষ নেতৃত্ব।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে একটি টিভি চ্যানেলকে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে আমরা অতি দ্রুত প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। এই লক্ষ্যে আমরা কাজ করছি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপপক্ষগুলোর মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর গত বছর গত বছর ২৩ সেপ্টেম্বর কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরবর্তীতে একই বছর ১৪ অক্টোবর নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের সাতদিনের মধ্যে কেন্দ্রে দুই কপি জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়। তবে জীবনবৃত্তান্ত জমা নেওয়ার চার মাস পরও নতুন কমিটি ঘোষণা করতে পারেনি কেন্দ্রীয় ছাত্রলীগ।