সাত কলেজের বিষয় ও কলেজ নির্বাচন আজ থেকে শুরু


Desk report | Published: 2021-12-08 22:13:28 BdST | Updated: 2024-05-17 10:22:19 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য কলেজ ও বিষয় পছন্দ কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরা আজ থেকে কলেজ এবং বিষয় পছন্দ করে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। বিজ্ঞান ইউনিট, বাণিজ্য ইউনিট, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি বিষয়ক ওয়েবসাইটে লগইন করে কলেজ ও বিষয় নির্বাচন করতে পারবেন। পরবর্তীতে সময়ে কলেজ ও বিষয় নির্বাচনের ফল দেওয়া হবে।

প্রসঙ্গত, শিক্ষার মানোন্নয়নের জন্য ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি পুরনো সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজ সাতটি হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।