রাবিতে অ্যাস্ট্রোনমি ক্যাম্প শুরু হচ্ছে শুক্রবার


Abu Saleh Shoeb | Published: 2024-05-15 19:06:07 BdST | Updated: 2024-10-09 15:32:55 BdST

মহাকাশের বিস্তৃত অসীম সীমানার জ্ঞানের মৌলিক পাঠ দিতে বাংলাদেশ সোশিও- কালচারাল ফোরাম (বিএসসিএফ) আয়োজন করতে চলছে বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে প্রথম অ্যাস্ট্রোনমি ক্যাম্প। রাজশাহী বিভাগীয় পর্যায়ের মাধ্যমে, বাংলাদেশের প্রথিতযশা প্ল্যাটফর্ম অ্যাস্ট্রোনমি পাঠশালার সার্বিক সহযোগিতায় এই আয়োজন সফল হতে যাচ্ছে। আগামী ১৭ ও ১৮ মে ২০২৪ শুক্র ও শনিবার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুইদিন ব্যাপী অনাবাসিক এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এসব তথ্য জানা ক্যাম্প চীফ সামিন ইয়াসার সাদ।

বিএসসিএফ এর চেয়ারপারসন নিলয় সাহার সঞ্চালনায় ইয়াসার সাদ বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে জোর্তিবিজ্ঞানের মৌলিক বিষয়গুলোর পরিচয় করিয়ে দিতে আমাদের এই আয়োজন। আমরা চাই বাংলাদেশের শিক্ষার্থীরা জোর্তিবিজ্ঞান নিয়ে ভাবুক, অংশগ্রহণ করুক জাতীয়, আন্তর্জাতিক অলিম্পিয়াডে এবং উচ্চশিক্ষার স্তরে জোর্তিবিজ্ঞানকে বেছে নিক অনন্য উৎসাহে। আমাদের এই ক্যাম্পে বাস্তবায়ন সহযোগী হিসেবে থাকছে বিএসসিএফ রাজশাহী ডিভিশনাল বোর্ড। রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী সহ ক্যাম্পে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

এছাড়াও ক্যাম্পের আয়োজনের সাথে যুক্ত রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২ দিন ব্যাপী অনাবাসিক এই ক্যাম্পে শিক্ষার্থীরা জোর্তিবিজ্ঞানের মৌলিক বিষয়গুলো সম্পর্কে যেমন জানতে পারবে, টেলিস্কোপে চোখ রেখে দেখতে পারবে আকাশ! পদার্থবিজ্ঞানের জটিল বিষয় গুলো শিখতে পারবে আনন্দের সাথে।

শুধুমাত্র জোতিবিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের মতো ভারী ভারী সেশনই থাকছে না এই ক্যাম্পো ক্যাম্পে থাকবে গ্রুপ ওয়ার্ক, প্রেজেন্টশন, অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, সাংগঠনিক আচরণ ও মানসিক স্বাস্থ্যের সেশন, ফিল্ড ভিজিট, নভোথিয়েটার পরিদর্শন, বিএসসিএফ জাতীয় অ্যাস্ট্রোনমি ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ সহ পুরষ্কার জেতার অনবদ্য সুযোগ। ক্যাম্পের আয়োজন করছে বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম (বিএসসিএফ), বিএসসিএফ মূলত বাংলাদেশী তরুণদেরকে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত করে সহিষ্ণু জাতি গঠনে কাজ করে চলেছে।

এরই অংশ হিসেবে বিজ্ঞানমনস্ক জাতি গঠনে ভূমিকা রাখতে আমাদের এই আয়োজন। ক্যাম্পের উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হবে ১৭ মে সকাল ১০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ইঞ্জিনিয়ারিং গ্যালারি কক্ষে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড.মো: হুমায়ুন কবির। ক্যাম্প উদ্বোধন করবেন দেশবরেণ্য গণিতবিদ সাবেক ইউজিসি অধ্যাপক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন শিক্ষক প্রফেসর ড.সুব্রত মজুমদার।

উদ্বোধনী সেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকিব, একই বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ শামস বিন তারিক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ রুয়েটের অধ্যাপক ড.মো: রবিউল ইসলাম সরকার, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো: ইকবাল হোসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার রাজশাহীর উপ পরিচালক মো: শামসুর রেজা। ১৭ তারিখ দিনব্যাপী বিভিন্ন সেশন, টেলিস্কোপের সাহায্যে ব্যবহারিক সেশন এবং অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের মাধ্যমে প্রথম দিনের সমাপনী ঘোষণা হবে।

এরপর ক্যাম্পের দ্বিতীয় দিন সকাল ১০ টায় রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে ফিল্ড ভিজিট সেশন অনুষ্ঠিত হবে। যেখানে নভোথিয়েটারের নির্ধারিত শো দেখবে ক্যাম্পের অংশগ্রহণকারীরা। এরপর দুপুর ২ টা ৩০ মিনিট থেকে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র টিএসসিসি অডিটোরিয়াম দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬ টা ৩০ এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড.মো: সুলতান- উল- ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের মহাপরিচালক সরকারের অতিরিক্ত সচিব জনাব মো. নুরুল আলম, পদার্থবিজ্ঞান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রফেসর ড.এম খলিলুর রহমান খান, বাংলাদেশ পুলিশ, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো: হাবিবুর রহমান এবং রুয়েটের ইসিই বিভাগের প্রভাষক ঐশি জ্যোতি।

অনুষ্ঠানের সকল পর্বে সভাপতিত্ব করবেন অ্যাস্ট্রো ক্যাম্পের ক্যাম্প চীফ ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সামিন ইয়াসার সাদ।

ক্যাম্পে এক্সক্লুসিভ পার্টনার হিসেবে থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, ইলেকট্রনিক মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সময় টেলিভিশন, প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক খবরের কাগজ, ক্লাব পার্টনার হিসেবে থাকছে আর্যভট্ট গণিত পাঠশালা, ফুড পার্টনার হিসেবে থাকছে দ্যা রেট্রো কিচেন, মেন্টাল হেলথ পার্টনার হিসেবে থাকছে মনের বন্ধু, ডকুমেন্টসন পার্টনার হিসেবে থাকছে রাজশাহী ইউনিভার্সিটি ফটোগ্রাফিক ক্লাব।

এছাড়া অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ঢাকা পোস্ট, ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে বিজ্ঞান চিন্তা, নলেজ পার্টনার হিসেবে থাকছে রোবোটিকস সোসাইটি, রুয়েট, টেকনিক্যাল পার্টনার হিসেবে থাকছে অ্যাস্ট্রোনমি এন্ড সায়েন্স সোসাইটি, রুয়েট ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করছে বিএসসিএফ রাজশাহী ডিভিশনাল বোর্ড এবং বিএসসিএফ রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট চ্যাপ্টার। ক্যাম্পে সার্বিক ভাবে আয়োজন সহযোগিতা করছে অ্যাস্ট্রোনমি পাঠশালা।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকিবসহ সংগঠনটির নেতাকর্মীরা।