২০১৫ সালের ১২ মে প্রতিষ্ঠা লাভ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও অকৃত্রিম পেশাদারিত্ব বজায় রেখে বর্ণিল আয়োজনে এই নবম বছর পার করে দশম বছরের পদার্পণ উদযাপন করেছে সাংবাদিক সমিতি।
১৩ মে (সোমবার) শোভাযাত্রা,বৃক্ষরোপণ কেক কাটা,জাতীয় সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ এবং আলোচনা সভার আয়োজনের মাধ্যমে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড সৌমিত্র শেখর, বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড.আতাউর রহমান,আলোচক অমিত রায় সাধারণ সম্পাদক ময়মনসিংহ প্রেসক্লাব,সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি মো ফাহাদ বিন সাঈদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির, পরিবহন প্রশাসক ড.মো আরিফুর রহমান,প্রকল্প পরিচালক প্রকৌশল জোবায়ের হোসেন, বিভাগীয় প্রধান, বিভিন্ন দপ্তর প্রধান,ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খুরশেদুল আলম মুজিব, প্রেসক্লাবের আহ্বায়ক আলমগীর হোসেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন,মাটি ও মানুষের সম্পাদক এটিএম মনির,প্রেসক্লাবের সাবেক সভাপতি মো শামীম,প্রেস ইউনিটির সভাপতি সাইফুল আলম তুহিন,সাংবাদিক ফরহাদ হোসেন,আমার সংবাদ প্রতিনিধি মামুনুর রশীদ , সময়ের আলো প্রতিনিধি হুমায়ন কবির ইমাদ্রী সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক,
,বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রাশেদুজ্জামান রনি, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব, বর্তমান সদস্যবৃন্দ,শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী,নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয় ক্রিয়াশীল সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।