১০০ ব্যক্তিকে স্বীকৃতি দেবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন


Desk report | Published: 2021-12-26 06:31:05 BdST | Updated: 2024-05-17 15:33:19 BdST

আগামী জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ উপলক্ষে মিলনমেলা থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য বিশ্ববিদ্যালয়টির ১০০ জন বিশিষ্ট ব্যক্তিকে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অ্যালামনাই ফ্লোরের কনফারেন্স রুমে ‘শতবর্ষের মিলনমেলা’ সফল করার লক্ষ্যে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে অ্যাসোসিয়েশনের প্রচার ও যোগাযোগ উপ-কমিটির এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি এ. কে. আজাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিকে ডিজিটাল করতে কাজ করবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এখন দুরাবস্থা। এই মেডিকেলকে আধুনিকায়ন করার পরিকল্পনা রয়েছে অ্যাসোসিয়েশনের।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে বাজেট দেওয়া হয়, তার ৯০ শতাংশ বেতনে চলে যায়। কাজেই ১০০ বছর আগে হওয়া অনেক বিভাগ এখন রাখা দরকার আছে কি-না, সেটা ভাবা যেতে পারে।

এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃত্তি দেওয়ার জন্য নেওয়া সাক্ষাৎকারের কিছু মর্মস্পর্শী ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক কষ্ট করে পড়াশোনা করে। তাদের যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়, তাহলে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে এবং তারা প্রতিষ্ঠিত হয়ে অন্যান্য দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য করতে পারবে। এজন্য এই মিলনমেলায় অ্যালামনাইয়ের পক্ষ থেকে ২৫ কোটি টাকার ফান্ড গঠন করা হবে। সেই ফান্ড থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি কার্যক্রম চালিয়ে যাব।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোলতা মো. আবু কাওছার, সহ-সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, শাইখ সিরাজ, মহাসচিব রঞ্জন কর্মকার, যুগ্ম-মহাসচিব সুভাষ সিংহ রায়, সাংগঠনিক সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, প্রচার ও যোগাযোগ উপ-কমিটির সদস্য সচিব কাজী মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান, জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, আমাদের সময় ডটকমের সম্পাদক নাইমুল ইসলাম খান, দৈনিক সমকালের নগর সম্পাদক শাহেদ চৌধুরী প্রমুখ।