ঢাবি ডিন নির্বাচন

সাদেকা হালিমকে হারিয়ে নীল দলের প্রার্থী জিয়া রহমান


DU Correspondent | Published: 2022-01-05 06:37:32 BdST | Updated: 2024-05-17 13:06:29 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচনে সামাজিক বিজ্ঞান অনুষদের প্রার্থী হচ্ছেন অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান। অনুষদভুক্ত নীল দলের শিক্ষকদের অভ্যন্তরীণ ভোটে তিনি বর্তমান ডিন অধ্যাপক ড. সাদেকা হালিমকে ১৯ ভোটে পরাজিত করেছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. রফিক শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিন নির্বাচনে নীল দল থেকে প্রার্থী নির্ধারণের জন্য দলের সদস্যদের (শিক্ষক) অভ্যন্তরীণ নির্বাচন হয়। এতে দুজন প্রার্থী ছিলেন। ড. জিয়া রহমান ও বর্তমান ডিন ড. সাদেকা হালিম। নির্বাচনে জিয়া রহমান পেয়েছেন ৮৯ ভোট। আর বর্তমান ডিন সাদেক হালিম পেয়েছেন ৭০ ভোট। বেশি ভোট পাওয়ায় নীল দলের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন ড. জিয়া রহমান।

খোঁজ নিয়ে জানা গেছে, সামাজিক বিজ্ঞান অনুষদের আসন্ন ডিন নির্বাচনে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের প্রার্থীর অবস্থান ভালো নয়। ফলে নির্বাচনেও নীল দলের প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি।