ঢাবির হল ক্যান্টিনে নিম্নমানের খাবার, ১০ হাজার টাকা জরিমানা


DU Correspondent | Published: 2022-02-13 11:41:42 BdST | Updated: 2024-05-17 10:11:03 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ক্যান্টিনে নিম্নমানের খাবার পরিবেশন করায় ক্যান্টিন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন হলের প্রভোস্ট।

শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসেন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা অভিযোগ করছিলেন, খাবারের দাম বাড়লেও মান আগের চেয়েও কমছে। অভিযোগের ভিত্তিতে আমরা শুক্রবার রাতে হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে ক্যান্টিন পরিদর্শন করি। খাবারের মানসহ বেশকিছু অসঙ্গতি দেখতে পাই। যার কারণে ক্যান্টিন মালিক শাহাবুদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেছি।

তিনি আরও বলেন, এর আগেও তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের জন্য এ ধরনের পদক্ষেপ চলমান থাকবে। পরিবর্তন না হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে হলের দোকান মালিকদেরও সতর্ক করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত বলেন, শিক্ষার্থীদের অভিযোগ আমরা হল প্রভোস্টকে জানাই। পরে তিনিসহ আমরা সেখানে পরিদর্শনে যাই। এ সময় খাবারের মান, ক্যান্টিনের পরিবেশসহ বেশকিছু অসঙ্গতি দেখতে পাই। যার জন্য ক্যান্টিন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন প্রভোস্ট স্যার।