৭ দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রীদের প্রতীকী অনশন


DU Correspondent | Published: 2025-01-06 16:32:45 BdST | Updated: 2025-01-19 22:51:26 BdST

আবাসন সংকট সমাধানসহ সাত দফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি করছে বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা দাবি পূরণে বিভিন্ন স্লোগান দেন।

 

শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি। অথচ ছাত্রদের জন্য ১৩টি আর ছাত্রীদের জন্য মাত্র ৫টি হল আছে। একটা মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে তাকে চিন্তা করতে হয় কোথায় থাকবে? কীভাবে থাকবে। এমনটা কেন? আমরা এই সমস্যার দ্রুত সমাধান চাই। কোনো আশ্বাস নয়, দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। যদি তা না হয়, আরও বড় কর্মসূচিতে যেতে আমরা বাধ্য হব।

দাবিগুলো হলো-
১. প্রথম বর্ষেই শতভাগ শিক্ষার্থীর জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
২. অবিলম্বে গণরুম বিলুপ্ত করা। অমানবিক ও অস্বাস্থ্যকর গণরুমপ্রথা তুলে নিয়ে পর্যাপ্ত আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৩. নতুন ছাত্রী হল চালু না হওয়া পর্যন্ত ছাত্রীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন ভবনে বা ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় বিল্ডিং ভাড়া নিয়ে ছাত্রীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে দ্রুত প্রশাসনের বিজ্ঞপ্তি ও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার ঘোষণা দিতে হবে।
৪. ছাত্রীদের নতুন হল বাধ্যতামূলকভাবে মূল ক্যাম্পাসের ভেতরেই নির্মাণ করা এবং দ্রুত নির্মাণ কাজ দৃশ্যমান করতে হবে।
৫. শতভাগ আবাসিকীরণের সময়কালে অনাবাসিক ছাত্রীদের হলে প্রবেশের সুবিধা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক ছাত্রীদের হল কার্ড জমাদানের মাধ্যমে নির্দিষ্ট সময় পর্যন্ত যে কোনো হলে প্রবেশ এবং ডাইনিং সুবিধা গ্রহণের অনুমতি দিতে হবে।
৬. ক্রমান্বয়ে প্রতিটি হলে ডাবলিং ব্যবস্থা তুলে দিয়ে শিক্ষার্থীদের আবাসনের সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৭. নতুন ভবনে স্থানান্তরের মাধ্যমে মৈত্রী এবং বঙ্গমাতা হলকে ধারাবাহিকভাবে মূল ক্যাম্পাসে স্থানান্তর করতে হবে।