ডাকসু নির্বাচনের রোডম্যাপ চেয়ে আল্টিমেটাম


DU Correspondent | Published: 2025-01-03 11:54:55 BdST | Updated: 2025-04-22 13:20:07 BdST

ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটার দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ভিসি চত্বরে এসে তারা এই আল্টিমেটাম ঘোষণা করেন।

এর আগে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে আওয়ামীপন্থি তিন সদস্যের নিমন্ত্রণ ও সিন্ডিকেটে ডাকসু নিয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ খানের সঙ্গে ছাত্রদলের হট্টগোলের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ রাত সাড়ে ১১টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। তারা হল পাড়া থেকে মিছিল শুরু করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ভিসি চত্বরে গিয়ে স্লোগান দেন।

বিজ্ঞাপন

এসময় শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার, ডাকসু আমার অধিকার’, ‘টেম্পু না ডাকসু, ডাকসু ডাকসু’, ‘গণরুম না ডাকসু, ডাকসু ডাকসু’সহ নানা স্লোগান দিতে থাকেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার এই আন্দোলনের মধ্যে ৭২ ঘণ্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তুলে বলেন, এখন উপাচার্য শুধু একজন ব্যক্তি নন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন। তাকে অপমান করা মানে সব শিক্ষার্থীকে অপমান করা।

তিনি আরও বলেন, বর্তমান প্রশাসন ডাকসু নির্বাচনের পক্ষে কথা বলার পর থেকেই ছাত্রদল এবং ষড়যন্ত্রকারীরা বিরোধিতা করছে। দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে, আর সময়সীমা হলো ৭২ ঘণ্টা। যদি রোডম্যাপ ঘোষণা না করা হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো।

আরেক সাবেক সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির চৌধুরী বলেন, ছাত্রলীগের আমলে পাতানো নির্বাচনের পরও শিক্ষার্থীরা সাময়িকভাবে গণতন্ত্রের স্বাদ পেয়েছিল। কিন্তু এখন এক দল আমাদের সেই অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যারা ছাত্রদলকে সমর্থন করবে, তাদেরও কবর রচিত হবে, কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র সমাজ, এনএসএফ, ছাত্রলীগসহ সব ধরনের শত্রু সংগঠনের কবর রচনা করেছি।