
শিল্পখাতে গ্যাসের দাম গড়ে ৩৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। নতুন সংযোগে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১০ টাকা বেড়ে করা হয়েছে ৪০ টাকা।
রোববার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ক্যাপটিভ বিদ্যুতে নতুন সংযোগে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ১০ টাকা ২৫ পয়সা বেড়ে ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, বিদ্যমান গ্রাহকদের ক্ষেত্রে অনুমোদিত লোড পর্যন্ত দর অপরিবর্তিত থাকবে।
এছাড়া প্রতিশ্রুত গ্রাহকের অনুমোদিত লোডের ৫০ ভাগের বেশি ব্যবহারে নতুন দর কার্যকর হবে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে নতুন গ্রাহকদের জন্য দাম বাড়ানোর প্রস্তাব করেছিল পেট্রোবাংলা। এ সময় ব্যবসায়ীদের তোপের মুখে পড়ে বিইআরসি।
গণশুনানিতে ব্যবসায়ীরা দাবি করেন, গ্যাসের দাম বৃদ্ধির ফলে হুমকির মুখে পড়বে বিনিয়োগ ও আর শিল্প খাত। এ সময় ভোক্তাদের সংগঠন ক্যাব দাবি করে, এ সিদ্ধান্ত ‘ভয়ংকর রকমের গণবিরোধী’।
একই দিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গ্যাসের দাম বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে বলেন, ‘গ্লোবালি ইউক্রেন যুদ্ধসহ এসব কারণে এলএনজির প্রাইজ যেটা, সেটা তো অনেক হাই ছিল। সরকার কত সাবসিডি দেবে? সেই জায়গায় সরকার দামটা সমন্বয় করতে চাচ্ছে। আমরা চাই যে সবাই যেন জ্বালানি ঠিকমতো পায়।’