হাইস্কুল ২০ এপ্রিল পর্যন্ত খোলা, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিজস্ব


Desk report | Published: 2022-04-06 04:01:26 BdST | Updated: 2024-05-09 03:18:55 BdST

পবিত্র রমজান উপলক্ষে আগামী ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পর্যন্ত দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। একইসঙ্গে শুধু রমজান মাসে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

মঙ্গলবার (৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে আগামী ২০ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকার কথা বলা হলেও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর খোলা থাকা বা ছুটির ব্যাপারে কোনো নির্দিষ্ট নির্দেশনা দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো প্রশাসনিক প্রক্রিয়া ক্লাস-পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়সমূহের স্ব স্ব কর্তৃপক্ষকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এই পরিপ্রেক্ষিতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হয়েছিল। উক্ত আদেশ সংশোধনপূর্বক শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো।

উল্লেখ্য, শুক্রবার ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।