এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চের বেতন-ভাতা ছাড়


Desk report | Published: 2022-04-08 05:49:20 BdST | Updated: 2024-05-08 23:35:03 BdST

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন-ভাতার অর্থ ছাড় করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) আটটি চেকের মাধ্যমে এ অর্থ নির্ধারিত ব্যাংকে জমা দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাউশির আওতাধীন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তার মধ্যে অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীদের এ অর্থ আগামী ১৩ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে বেতন-ভাতার সরকারি অংশ তুলতে বলা হয়েছে।

এদিকে, এমপিওভুক্ত স্কুল-কলেজের মার্চ মাসের বেতন-ভাতার অর্থ ছাড় দেওয়া হলেও এখনো কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চেক আটকে আছে। তবে আগামী সপ্তাহের শুরুতে এ অর্থ ছাড় দেওয়া হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।