কলসিন্দুরের নারী ফুটবল টিম ম্যানেজারকে বুকে টেনে নিলেন দীপু মনি


Desk report | Published: 2022-10-13 21:17:20 BdST | Updated: 2024-05-08 10:45:53 BdST

ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়া। শতভাগ উন্নয়নের ছোঁয়া সেখানে না পৌঁছালেও পৌঁছেছে শিল্প-সাহিত্য আর নিজের পরিচয় গড়ার মানসিকতা। যার প্রমাণও মিলেছে। বাংলাদেশ নারী ফুটবলার তৈরিতে রূপকথাকে বাস্তবে রূপান্তরিত করেছে ধোবাউড়া উপজেলার কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত নারীদের সাফ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের আট সদস্যই এই উপজেলার। নিজেদের পায়ের জাদুতে যারা ইতিহাস সৃষ্টি করেছে নেপালের মাঠে। সেই সঙ্গে অবদান রেখেছে ফুটবলে দেশে-বিদেশে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে।

বুধবার (১২ অক্টোবর) এই নারী ফুটবল টিমের ম্যানেজার ও কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মালা রানী সরকার ব্যক্তিগত কাজে এসেছিলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে। ওই সময় মন্ত্রী তাকে অভিনন্দন জানান। পরে নারী ফুটবল টিমের ম্যানেজার মালা রানী শিক্ষামন্ত্রীকে জড়িয়ে ধরলে, ড. দীপু মনিও আবেগাপ্লুত হয়ে তাকে বুকে টেনে নেন।

এ বিষয়ে সেখানে উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মালা রানী সরকার দেশের নারীদের অগ্রগতি ও খেলাধুলায় কীভাবে মেয়েদের এগিয়ে আনা যায় তা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে বিদ্যালয়ের নানা সমস্যার কথাও মন্ত্রীকে জানিয়েছেন তিনি। পরে মন্ত্রী তাকে আশ্বস্ত করেন নারীর অগ্রগতিতে তিনি ভূমিকা রাখবেন।

সাক্ষাৎকালে অন্যদের মধ্যে শিক্ষা সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।