ঋষি কাপুর মারা গেছেন


টাইমস ডেস্ক | Published: 2020-04-30 21:34:13 BdST | Updated: 2024-05-17 12:02:30 BdST

মারা গেলেন বলিউডের আরও এক দাপুটে অভিনেতা ঋষি কাপুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। অমিতাভ বচ্চন এক টুইট বার্তায় ঋষি কাপুরের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

আবার গুরুতর অসুস্থ হওয়ায় বুধবার রাতে মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করতে হয় ঋষি কাপুরকে। নিউইয়র্কে এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারের চিকিত্‍‌সা করিয়ে গত বছরের সেপ্টেম্বরে দেশে ফেরেন বর্ষীয়ান এই বলিউড অভিনেতা।

তার ভাই রণধীর কাপুর জানিয়েছিলেন, ঋষি ভালো নেই। তাকে আবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। স্ত্রী নীতু কাপুর স্বামীর পাশে রয়েছেন।

চিকিত্‍‌সকের পরামর্শেই বুধবার ঋষি কাপুরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ঋষি কাপুরের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়াজগতও

অভিনয় জগতের পর পর দুই তারকার মৃত্যুতে শোকাচ্ছন্ন বলিউড। ভারতীয় চলচ্চিত্র জগতে তো বটেই, ঋষি কাপুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতীয় ক্রীড়াজগতের মহারথীরাও। টুইটে শোক প্রকাশ করেছেন সচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, বিরাট কোহলি, মহেশ ভূপতি, মনোজ, বিরেন্দর, হারষা ভোগলে, মহেষ ভূপাতিসহ প্রমুখ ক্রীড়াবিদরা।

২০১৮ সাল থেকে ক্যানসারে ভুগছিলেন ঋষি কাপুর। সুস্থ হয়ে নিউইয়র্ক থেকে মুম্বাইয়ের বাড়িতে ফিরেই যোগ দেন কাজে। বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মৃত্যুর খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোকবার্তার বন্যা বয়ে যায়।

সৌরভ গাঙ্গুলী এক টুইট বার্তায় বলেন, জীবন একটি। বাঁচতে হবে পুরোপুরি। আমি ইরফান এবং ঋষি কাপুরকে অনেক মিস করব।

সচীন টেন্ডুলকার বলেন, ঋষির মৃত্যুর কথা শুনে আমি খুব ব্যথিত। আমি তার সিনেমাগুলি দেখে বড় হয়েছি এবং তিনি একজন মহৎ মানুষ। তার আত্নার মাগফেরাত কামনা করেন তিনি। এছাড়া নীতু, রণবীর এবং পুরো কাপুর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানান।

বিরাট কোহলি তার টুইট বার্তায় লিখেন, ঋষি কাপুর আর নেই, এটি বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। গতকাল ইরফান খান এবং আজ ঋষি কাপুর। এটি মেনে নেওয়া কঠিন যে এই কিংবদন্তী অভিনেতা আজ মারা গেছেন। তার পরিবারের প্রতি আমার সমবেদনা এবং ঋষি কাপুরের আত্মার শান্তি কামনা করছি।