তরুন আলোকচিত্রী সাকিব হাসানের চিত্রগল্প ‘ইশ্বরের চিঠি’


Dhaka | Published: 2020-10-03 05:22:12 BdST | Updated: 2024-05-17 12:42:47 BdST

অলিউল ইসলাম || সময়ের আবর্তনে প্রেমের সংজ্ঞা বদলে গিয়েছে,পাল্টেছে সম্পর্কের ধরনগুলো কিন্তু প্রেমের যে মৌলিকত্ব তা সেই সৃষ্টির শুরু থেকে একই রূপে বিরাজমান। কারো মতে প্রেম এক দিব্য শক্তি যা দেবতাদের অস্ত্রের থেকেও ঐশ্বর্যশালী ।আবার কেউ প্রেমকে নিতান্ত জৈবিক চাহিদা মনে করে।যে যাই ভাবুক না কেন যুগে যুগে আমরা পেয়েছি নানা কিংবদন্তি প্রেমের গল্প,সেই গল্পগুলো সাহিত্যিকদির বর্নিল কল্পনার তুলির ছোঁয়ায় আমাদেরকে প্রেমের পবিত্রতার সৌন্দর্যে করেছে বিমোহিত।

সময় বদলে গেছে,এখন শুধু কালি আর কাগজের মধ্যেই গল্পগুলে সীমাবদ্ধ নয়।উন্নত প্রযুক্তির কল্যাণে এখন তৈরি হচ্ছে বৈচিত্রময় চিত্রগল্প।উদীয়মান তরুণ আলোকচিত্রী সাকিব হাসান এবং তরুন লেখক নাহিদ নিলয়ের গল্প অবলম্বনে তৈরি হলো ‘ইশ্বরের চিঠি’ শিরোনামের চিত্র গল্প।
চিত্রগল্পে ভার্সিটি পড়ুয়া ঐতিহ্য তার প্রেমিকা মাধুরীমাকে উদ্দেশ্যে করে একটি চিঠি লেখাকে কেন্দ্র করে গল্পের সূচনা ঘটে।চিঠির শুরুতে ঐতিহ্য তাদের একসাথে কাটানো সুন্দর একটি দিনের স্মৃতিচারণ করে।দিনের শুরুটা মিষ্টি এক অভিমান থেকে শুরু হলেও দিনের বাকি অংশে সদরঘাটে নৌকায় ঘুড়ে বেড়ানো,আবার নিত্যদিনের মতো হুমায়ুন আহমেদের ছায়াসঙ্গী পড়ে শোনানো,সমগ্র ক্যাম্পাসে ঘুরে ঘুরে সময়টা দিব্যি কেটে যায়।তবে বিদায়ের ক্ষনটা তার অন্য দিনের থেকে আলাদা লেগেছিল।

কেমন এক শুষ্ক বেদনা তার হৃদয়কে চুরমার করে দিচ্ছিলো।এমনই এক বিয়োগান্তক বিদায়ের উল্লেখ করে চিঠিটার ইতি টানে ঐতিহ্য।এরপর চিঠিটা ডাকবাক্সে রেখে দেয়।প্রাপকের ঠিকানা তার অজানা। পরপারের ডাকপিয়ন ঠিক জায়গামত চিঠিখানা পৌঁছে দিচ্ছে কিনা তা নিয়ে তার সন্দেহ কেননা ওই দিনের দেখার পর গত তিনটি বছর ধরে পাঠানো চিঠির উত্তর সে এখনো পায়নি।
ঐতিহ্যের মাধুরীমার লিউকেমিয়া ধরা পরেছিলো।ওই স্মৃতিচারণমূলক দিনটি ছিলো তাদের শেষ দেখা।দিনটি ঐতিহ্য তার স্মৃতির দিনলিপিতে সবচেয়ে সুন্দর পাতাগুলোয় সাজিয়ে রেখেছে।আর তার মাধুরীমাকে এ জন্মে হারিয়ে ফেললেও পরের জন্মে তাকে আগলে রাখার পবিত্র বাসনা ব্যক্ত করে।

এমনই এক দারুণ গল্পে তৈরি হয়েছে চিত্রগল্পটি। অভিনয়ে ছিলেন নওরীন আহমেদ কান্তা এবং নাহিদ নিলয়।চিত্র গল্পটি ফটোগ্রাফার সাকিব হাসান তার ব্যাক্তিগত ফেইসবুক পেইজ ‘Frames of shakib Hasan' এ প্রকাশ করেন।আপনিও দেখে নিন প্রেম নিয়ে করা অসাধারণ এই চিত্রগল্পটি।

https://m.facebook.com/story.php?story_fbid=2689171558000486&id=1889401067977543