বেরোবির বরখাস্ত সেই শিক্ষককে বহাল ও বেতন দেওয়ার নির্দেশ


Desk report | Published: 2022-04-08 01:40:13 BdST | Updated: 2024-04-25 19:42:33 BdST

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ফেসবুকে ব্যাঙ্গাত্মক স্ট্যাটাস দেওয়ার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। স্বপদে বহালের পাশাপাশি বকেয়া বেতন পরিশোশেরও নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৭ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ শিক্ষক মুনিরার আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

২০২০ সালের ১৩ জুন লাইফ সাপোর্টে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মারা যান। পরে নাসিমের মৃত্যু নিয়ে বেরোবির বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ব্যাঙ্গাত্মক স্ট্যাটাস দেন বলে অভিযোগ ওঠে। স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পরই তা ডিলিট করেন ছাত্রজীবনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি সিরাজাম মুনিরা।

তবে ডিলিট করার আগেই তার দেওয়া পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর তীব্র আলোচনা-সমালোচনার পর তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীনে ওইদিনই মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইদিন রাত ১২টায় তাকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সর্দারপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তার রিমান্ড শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

ওই বছরের ১৭ জুন তাকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. মো. আব্দুল মজিদ শুনানি শেষে মুনিরাকে মামলা থেকে অব্যাহতি দেন।