ছেলেদের রূপচর্চা


Dhaka | Published: 2020-11-09 20:50:23 BdST | Updated: 2024-05-09 23:33:28 BdST

দৈনন্দিন পরিচর্যার অংশ হিসেবে ফেসওয়াসের প্রয়োজনীয়তার কথা আমরা সবাই জানি। বাজারে হরেক ব্র্যান্ডের ফেসওয়াস কিনতে পাওয়া যায়। কিন্তু একথা প্রথমেই মাথায় রাখতে হবে যে, মেয়েদের ত্বকে যে ফেসওয়াস ব্যবহার করা যাবে, ছেলেদের ত্বকের জন্য তা মানানসই না-ও হতে পারে। ছেলেদের ত্বক মেয়েদের মতো নরম নয়। কিন্তু তাদের ত্বকেও শুষ্কতা, তৈলাক্ততা বা সংবেদশীলতা থাকে। তাই ছেলেদেরও ত্বকের ধরণ অনুযায়ী ফেসওয়াস বেছে নেয়া উচিৎ।

ফেসওয়াস আমাদের ত্বকের উপর জমে থাকা ময়লা, ঘাম, তেল, ব্যাকটেরিয়া, মরা চামড়া ইত্যাদি পরিষ্কার করে মুখকে পরিচ্ছন্ন রাখে। যদি আপনার ফেসওয়াসটি খুব বেশি হালকা হয় তাহলে তা ভাল ভাবে ত্বক পরিষ্কার করতে পারবে না। আর ফেসওয়াসটি যদি খুব বেশি কড়া হয় তবে তা আপনার ঘর্মগ্রন্থিগুলোকে বন্ধ করে দিতে পারে। ফেসওয়াসে ক্ষতিকারক কেমিক্যাল আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হোন। সালফেট ফ্রি ফেসওয়াস ব্যবহার করার চেষ্টা করুন। সবচেয়ে বড় কথা, গায়ে মাখার সাবানটি কখনোই মুখে ব্যবহার করবেন না। এটি আপনার ত্বককে অতিরিক্ত শুষ্ক করে তুলবে।

শুষ্ক ত্বকের জন্য: শুষ্ক ত্বকের জন্য পুষ্টি প্রয়োজন। আপনার ত্বক যদি শুষ্ক হয় তবে আপনার ময়েশ্চারাইজার যুক্ত ফেসওয়াস ব্যবহার করা উচিৎ। এ ধরণের ফেসওয়াসের উপাদানের মধ্যে থাকবে পেট্রোলিয়াম এবং খনিজ তেল। ফেনাযুক্ত ফেসওয়াস, স্যালিসেলিক ও গ্লাইকোলিক এসিড যুক্ত ফেসওয়াস থেকে দূরে থাকুন।

তৈলাক্ত ত্বকের জন্য: তৈলাক্ত ত্বকের অধিকারীরা হালকা ফেনাযুক্ত ফেসওয়াস ব্যবহার করুন। এ ধরণের ফেসওয়াস ত্বকে কিছুটা ময়েশ্চারাইজার রেখে ত্বক পরিষ্কার করে। এমন ফেসওয়াস কেনার আগে এর উপাদানের মধ্যে নিম, টি ট্রি অয়েল বা অ্যালোভেরা আছে কিনা দেখে নিন।

সংবেদনশীল ত্বকের জন্য: সংবেদনশীল বা সেনসেটিভ ত্বকের ছেলেদের জন্য অ্যালকোহল মুক্ত গণ্ধহীন ফেসওয়াস প্রয়োজন। এটি হতে হবে হাইপোঅ্যালারজেনিক ও প্যারাবেন-ফ্রি।

ব্রন-প্রবণ ত্বকের জন্য: এধরনের ত্বকের জন্য নিম, টি ট্রি অয়েল এবং স্যালিসেলিক এসিডযুক্ত ফেসওয়াস প্রয়োজন।

মিশ্র ত্বকের জন্য: মিশ্র ত্বক কখনো খুব শুষ্ক হয়ে পড়ে, কখনো তৈলাক্ত হয়ে ওঠে। আপনার দরকার একটি মৃদুধাঁচের ক্লিনজার। সেটি হতে হবে অ্যালকোহল ফ্রি, হাইপোঅ্যালারজেনিক, সোপ-ফ্রি।

স্বাভাবিক ত্বক: অধিকাংশ ফেসওয়াসই স্বাভাবিক ত্বকে ব্যবহার করা যায়। তবে প্যারাবেনের মতো কড়া কেমিক্যাল এড়িয়ে চলা উচিৎ।