দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মতো কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।
আগামীকাল রোববার থেকে কওমি শিক্ষার্থীদের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কমিটির সদস্য সচিব শামসুল হক।
রাজধানীর স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে শনিবার দুপুর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শামসুল হক বলেন, ‘স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে রোববার ৯টায় মিরপুর জামিয়া কওমি মাদ্রাসায় টিকা কার্যক্রম উদ্বোধন করা হবে।
‘এটা শুধু ঢাকা নয়, সারা দেশের সকল কওমি মাদ্রাসায় টিকা দেয়া হবে। আস্তে আস্তে এটার প্রসার বাড়ানো হবে।’
তিনি বলেন, ‘এ জন্য সারা দেশের কওমি মাদ্রাসার প্রধান শিক্ষকদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। তারা আমাদের এ কাজে সহযোগিতা করবেন।’
যেভাবে স্কুলশিক্ষার্থীদের টিকা কার্যক্রম পরিচালনা করা হয়েছে, ঠিক সেভাবেই ১২ থেকে ১৮ বছরের কওমি শিক্ষার্থীদের টিকা দেয়া হবে বলেও জানান তিনি।
শামসুল হক বলেন, ‘আমাদের টিকার কোনো অভাব নেই। তাই যত শিক্ষার্থীই থাকুক না কেনো, সবাই টিকা পাবে।’
মাদ্রাসার শিক্ষার্থীরা টিকা নিতে চায় কি না এমন প্রশ্নের জবাবে শামসুল হক বলেন, ‘আমরা কওমি মাদ্রাসার টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করার আগে তাদের সঙ্গে কথা বলেছি। তারা এক বাক্যে বলেছেন, তারা টিকা নিতে চান। একইসঙ্গে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবে।’
তিনি জানান গ্রামাঞ্চল এবং শহর অঞ্চলের যে সব ইটভাটা রয়েছে। ইটভাটার শ্রমিকদের তালিকার আওতায় আনতে এরইমধ্যে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। জেলে সম্প্রদায়ের মধ্যে টিকা দেয়ার কাজ করা হচ্ছে।
এ ছাড়া সিলেটের চা বাগানের শ্রমিকদের অগ্রাধিকারে টিকা দেয়া হয়েছে। ফলে তাদের শতভাগ টিকার আওতায় এসেছে।
এসব জনগোষ্ঠীর পাশাপাশি বেদে পল্লিতেও টিকা দেয়া হবে বলে জানান শামসুল হক।