মাত্র ৮৬ দিনে কোরআনে হাফেজ ১১ বছরের আরাফাত


মাদ্রাসা টাইমস | Published: 2017-10-07 16:05:25 BdST | Updated: 2024-04-25 16:52:21 BdST

মাত্র ৮৬ দিনে ৩০ পারা পবিত্র কোরআন শরীফ মুখস্ত করে হাফেজ হয়েছে কক্সবাজার তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র ইয়াসিন আরাফাত খান (১১)।

হাফেজ ইয়াসিন কক্সবাজারের আলহাজ্ব গোলাম আজম খানের ছোট ছেলে।

হাফেজ ইয়াসিন আরাফাতের শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, আমি অনেক ছাত্র পেয়েছি। ইয়াসিনের মতো পাইনি। তার মেধায় যাদুকরী শক্তি আছে। পড়া দেয়ার সাথে সাথে মুখস্ত করে ফেলে। সে একজন চমৎকার সুশৃঙ্খল, অমায়িক ছাত্র।

কক্সবাজার শাখার অধ্যক্ষ হাফেজ রিয়াদ হায়দার বলেন, ক্লাসের হাজিরা খাতা অনুসারে মাত্র ২ মাস ২৬ দিনে (৮৬ দিন) ৩০ পারা পবিত্র কোরআন শরীফ খতম করেছে ইয়াসিন আরাফাত। এখন থেকে যুক্ত হলো ‘হাফেজ’ শব্দ। তিনি আরও বলেন, সাধারণ ক্লাসের পাশাপাশি এত দ্রুত সময়ের মধ্যে হাফেজ হওয়া এই অঞ্চলের জন্য নজিরবিহীন। সূত্র: চ্যানেল আই অনলাইন।

এমএস/ ০৭ অক্টোবর ২০১৭