
হযরত আল্লামা শাহসূফী নিয়াজ মাখদূম খোতানি (রহ) স্মরণে দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা, ডেমারায় আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ।
প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ হযরত আল্লামা শাহসূফী নিয়াজ মাখদূম খোতানি (রহ) এর সরাসরি ছাত্র এবং ঢাবির এ অধ্যাপক নিয়াজ মাখদূম খোতানি (রহ) এর জীবনী নিয়ে একটি গ্রন্থ প্রকাশ করেছেন।
গ্রন্থটি ঢাবির ইসলামিক স্টাডিজে বিভাগের সেমিনার লাইব্রেরিতে সংরক্ষিত আছে।
এমএসএল