ফাযিল পরীক্ষার ফল প্রকাশ


আহসান নাঈম | Published: 2018-05-27 22:09:53 BdST | Updated: 2024-05-01 14:38:47 BdST

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাযিল (স্নাতক) প্রথম বর্ষ (অনিয়মিত), দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা-২০১৬ এর ফল প্রকাশিত হয়েছে। রোববার (২৭ মে) দুপুর সাড়ে ১২টায় প্রশাসনিক ভবনের সভা কক্ষে ইবির ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ লাভলু সঞ্চালনায় উপস্থিত ছিলেন টেজারার প্রফেসর ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম প্রমূখ।

ফাজিল স্নাতক ১ম বর্ষ (অনিয়মিত) পরীক্ষায় ২৮৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ২১০৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। ফাযিল স্নাতক ২য় বর্ষের পরীক্ষায় ৫০ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ৪৪ হাজার ১৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। ফাযিল স্নাতক ৩য় বর্ষের পরীক্ষায় ৩৮ হাজার ৩০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ৩৫ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে ফাযিল পরীক্ষার ফলাফল জানা যাবে।

এএন/ ২৭ মে ২০১৮