এবার মিড ডে মিল চালু হচ্ছে মাদ্রাসায়


টাইমস প্রতিবেদক | Published: 2018-07-06 17:33:09 BdST | Updated: 2024-04-19 07:00:36 BdST

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পর এবার মিড-ডে মিল চালু হচ্ছে দেশের সব মাদ্রাসায়। এ কার্যক্রম চালু করতে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে মাদ্রাসা শিক্ষা অধিদফতরকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশের পর অধিদফতর দেশের সব মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে এ কার্যক্রম বাস্তবায়নের জন্য নির্দেশও দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাদ্রাসা) রওনক মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব অর্থায়নে মিড-ডে মিল চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদফতর সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মিড-ডে মিল বাস্তবায়নের জন্য। শিশুদের দুপুরে টিফিনের ব্যবস্থা করা গেলে তারা পাঠে মনোযোগী হবে, এই উদ্দেশ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।’

মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. বিল্লাল হোসেন বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব অর্থায়নে মিড-ডে মিল চালুর নির্দেশনা দিয়েছি। তবে আরও কিছু সাপোর্ট পাবো মনে করছি। আমরা প্রকল্প নেওয়ার চেষ্টা করছি।’

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের প্রায় সব প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু হয়েছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতায় মাদ্রাসা অধিদফতরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানেও মিড-ডে মিল চালুর নির্দেশনা দেওয়া হয়।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত গত ৪ জুনের আদেশে বলা হয়, মিড-ডে মিল কার্যক্রম আরও গতিশীল করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয়ভাবে মিড-ডে মিল চালু করা যেতে পারে।

প্রধানমন্ত্রীর এই নির্দেশনা অনুযায়ী মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। মন্ত্রণালয়ের নির্দেশনার পর গত ২৫ জুন মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব অর্থায়নে মিড-ডে মিল চালুর নির্দেশনা দেওয়া হয়। মাদ্রাসা অধিদফতরের সহকারী পরিরচালক (প্রশাসন) মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন সব প্রতিষ্ঠানগুলোতে মিড-ডে মিল চালু করে অধিদফতরকে অবহিত করতে হবে।

এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) মো. সাইফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের দুপুরে খিচুড়ি বা কিছু পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। এখনও কার্যক্রম শুরু হয়নি। এ কার্যক্রম চালু হবে। চালু করা হচ্ছে কিনা তা নিয়মিত মনিটরিং করা হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানকে ধীরে ধীরে এর আওতায় আনা হবে।’ সূত্র: বাংলা ট্রিবিউন।

জেডএম/ ০৬ জুলাই ২০১৮