ঋতু জার্নালিস্ট ফেলোশীপ পেলেন ওমর ফারুক


টাইমস ডেস্ক | Published: 2018-05-29 22:43:05 BdST | Updated: 2024-05-07 11:17:48 BdST

ঋতু জার্নালিস্ট ফেলোশীপ পেয়েছেন ইত্তেফাকের ফিচার রিপোর্টার মোহাম্মদ ওমর ফারুক। নেদারল্যান্ড সরকারের অর্থায়নে তাকে এই ফেলোশীপটি দেয়া হয়েছে। ঋতু প্রকল্পটি মোট পাঁচটি প্রতিষ্ঠান-সিমাভি, রেড ওরেঞ্জ, টিএনও, বিএনপিএস এবং ডিওআরপি’র সমন্বয়ে গঠিত।

ঋতুর ফেলো হিসেবে মোহাম্মদ ওমর ফারুক আগামী তিনবছর মেয়েদের মাসিক বা ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রচার চালাবেন, এ সংক্রান্ত ক্যাম্পেইনে অংশ নিবেন এবং ঋতু’র সকল কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

তাছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা এখনো মাসিক বা পিরিয়ড নিয়ে কথা বলতে চায় না ,অসেচতনাতার অভাব রয়েছে ,তাদের সচেতন করতে কাজ করে যাবেন এবং বিভিন্ন প্রশিক্ষনে ট্রেইনার হিসেবে কথা বলবেন। গণমাধ্যমে বিষয় গুলো তুলে ধরবেন।

ঋতু ফেলোশীপের তিনদিনের কর্মশালা গতমাসে রাজধানীর বনানীর ইনোটেলে সমাপ্ত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের মোট ১৫ জন সাংবাদিক ফেলো হিসেবে মনোনীত হন। ঋতু প্রকল্পটি নারীদের ঋতু বা মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। মাসিকের সময় নারীদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও অন্যান্য সহযোগীদের (যেমন পরিবার, বিদ্যালয়) প্রয়োজনীয় সহযোগিতা, মাসিক বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ ও সচেতনতা বৃদ্ধি করতে প্রচারণা চালাচ্ছে।

উল্লেখ্য মোহাম্মদ ওমর ফারুক স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গত বছর সাংবাদিকতায় স্নাতক শেষ করেছেন ।বর্তমানে স্নাতকত্তর করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিক্টিমোলজি ও রেস্টোরেটিভ জাস্টিস বিভাগে।

ইত্তেফাকের ফিচার রিপোর্টার মোহাম্মদ ওমর ফারুক

 

২৩ বছর বয়সী ওমর রিপোর্টিংয়ে পিছিয়ে পড়াজনগোষ্ঠী নিয়ে কাজ করছেন সাংবাদিকতার শুরু থেকে। ওমর এর আগেও সাংবাদিকতার স্বীকৃতি স্বরুপ শিশুদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে সেরা রির্পোটার হিসেবে চার চার বার পেয়েছেন ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ১১, ১২, ২০১৬ এবং ২০১৭ সালে। একই পুরস্কারের জন্য ২০১৩ সালে মনোনীত হয়েছিলেন । তাছড়া একই সালে বিএমএসস সাংবাদিকতা পুরস্কার ২০১৩ পেয়েছেন তিনি। ২০১৫ সালে তৃতীয় লিঙ্গদের নিয়ে কাজ করে পেয়েছেন ইউএনিডিপি বন্ধু মিডিয়া ফেলোশীপ অ্যাওয়ার্ড ২০১৫। এসব ছাড়াও নানা দেশী বিদেশী সংস্থা থেকে পেয়েছেন অনেক স্বীকৃতি। সর্বশষে এই বছর তিনি এই ফেলোশীপটি পেলেন এবং প্রকল্পটির সাথে চুক্তিবদ্ধ হলেন।

ওমর মূলত পলিটিক্যাল ইন্টারভিউ, নারী, শিশু, শিক্ষা, বিশ্ববিদ্যায় ক্যাম্পাস হালচাল, তরুন প্রজন্ম, অর্থনীতি, তৃতীয় লিঙ্গ বা সংখ্যালঘু, সমকামীর মতো স্পর্শকাতর ইস্যু গুলো নিয়ে কাজ করছেন। সাংবাদিকতার পাশাপাশি তরুন উদ্যোগক্তাদের নিয়ে কাজ করছেন তিনি।

এসএম/ ২৯ মে ২০১৮