ইসি সচিবকে স্কুলে পাঠানো দরকার: হিরো আলম


Newsonline | Published: 2018-12-22 06:56:36 BdST | Updated: 2024-07-05 08:03:29 BdST

আমি তো শিক্ষিত কম, ইসি সচিব তো অনেক পড়াশুনা করেছেন। তাহলে তিনি কেন ভুল করবেন? তার মানে তিনি পড়াশুনা ঠিকমতো করেননি। উনাকে স্কুলে পাঠানো দরকার।' বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম আজ ইত্তেফাক অনলাইনকে এ কথা বলেন।

উল্লেখ্য, গত বুধবার সকালে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে এক বক্তব্যে ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছিলেন, ‘আপনারা দেখেছেন হিরো আলম পর্যন্ত ইসিকে হাইকোর্ট দেখায়। হিরো আলম বলেন, নির্বাচন কমিশনকে আমরা হাইকোর্ট দেখাইয়া ছাড়ছি। বুঝেন অবস্থা।’

বুধবার রাতেই হিরো আলম ইসি সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমকে বলেন, ‘ইসি সচিব আমাকে অপমান করে কথা বলে নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ প্রকাশ করেছেন। আমি অবশ্যই তার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন কমিশনে নালিশ করব।'

তিনি আরও বলেন, 'সব মানুষই নির্বাচন করার অধিকার রাখে। আমি গরিব মানুষ বলে কি নির্বাচন করতে পারব না? উনারা রাষ্ট্রের চাকর। জনগণের সঙ্গে তাদের আদব নিয়ে কথা বলা দরকার।'

হিরো আলম আরও বলেন, 'উনারা ভুল করলে কোনো দোষ হয় না, আর আমরা ভুল করলে দোষ হয়! আমার মতো মানুষ তথা সাধারণ মানুষ আদালতের রায়ের বিপরীতে কোনো কথা বললে আদালত অবমাননার অপরাধ হয় আর উনারা বললে আদালত অবমাননা হয় না। না কি!

উনারা জনগণের সেবক। উনারা জনগণের টাকা ভোগ করে। জনগণের কথা বলবেন উনারা। উনারা চাকরি করে জনগণের। উনারা অন্য ভাষায় কথা বলবে না। উনারা রাষ্ট্রের চাকর। আমার কথা হলো, চাকর চাকরের মতো থাকবে।'

এ সময় তিনি আরও বলেন, ইসি সচিবের বিরুদ্ধে তিনি মানহানির মামলা করবেন।