উপজেলা চেয়ারম্যান প্রার্থী জবি ছাত্রলীগের সিরাজ


টাইমস অনলাইনঃ | Published: 2019-01-30 08:35:13 BdST | Updated: 2024-06-26 07:06:03 BdST

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুললেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম।

সোমবার দুপুরে শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করে তৃণমূলে ব্যাপক সাড়া ফেলেছেন সাবেক ছাত্রলীগ নেতা ও তরুণ আওয়ামী লীগ নেতা এসএম সিরাজুল ইসলাম। তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের শরীয়ত জেলার উপ-প্রচার সম্পাদক। আসন্ন উপজেলা নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী।

উপজেলা চেয়ারম্যান মনোনয়নের বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ দেশ গড়ার ডাক দিয়েছেন। একজন তরুণ হিসাবে নেত্রীর অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবো। ২০০১ থেকে ২০০৫ বিএনপি-জামায়াত জোটেরর দুঃশাসনের সময় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছি। ১/১১ এর সময় নেত্রীর মুক্তির আন্দোলনও কাজ করেছি। তাই আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে তৃণমূলে জনগণের পাশে থাকার লক্ষে কাজ করতে চাই।’

এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ এবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূলকে সর্বোচ্চ তিনজনের নামের তালিকা পাঠানোর নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে।

আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। উল্লেখ্য, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ এর ১৭(১)(গ) ধারা অনুযায়ী, পরিষদের মেয়াদ শেষ হওয়ার তারিখের আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানের মতো পরিষদের প্রথম বৈঠক (সভা) থেকে ৫ বছরের মেয়াদ শুরু হয়। সর্বশেষ ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি ৯৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পরে ২৭ ফেব্রুয়ারি হয় আরও ১১৫টি উপজেলায় ভোট। এরই ধারাবাহিকতায় ওই বছরের জুন-জুলাইয়ে সব মিলিয়ে ৭ ধাপে দেশের ৪৮৭টি উপজেলা পরিষদে নির্বাচন হয়েছিল। ওই বছরের ভিন্ন ভিন্ন সময়ে উপজেলা পরিষদগুলোতে প্রথম সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০১৪ সালে প্রথমদিনে যেসব উপজেলায় ভোট হয়েছিল, সেগুলো ইতোমধ্যে ভোটগ্রহণের উপযোগী হয়েছে।