ইউনিয়ন আ.লীগ সভাপতিকে কুপিয়ে হত্যা


টাইমস অনলাইনঃ | Published: 2019-02-02 20:55:17 BdST | Updated: 2024-06-26 07:44:42 BdST

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোর্শেদ আলীকে(৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নান্দাইল থানার ইন্সপেক্টর (তদন্ত) রুহুল কুদ্দুস জানান, শুক্রবার রাতে উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে কানারামপুর বাজার এলাকায় একদল দুর্বৃত্ত মোর্শেদআলীর ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে মোর্শেদ আলী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নান্দাইল থানা পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে আসেন।

তিনি আরও জানান, শনিবার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর কথা রয়েছে।

এদিকে মোর্শেদ আলীকে হত্যার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানান পুলিশ কর্মকর্তা। তদন্ত অনুযায়ী হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে জানান তিনি।

এদিকে মোর্শেদ আলী হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।