কানাইঘাটে ভোটের সমীকরণে এগিয়ে ছাত্রলীগ নেতা খায়ের চৌধুরী


টাইমস অনলাইনঃ | Published: 2019-02-02 22:21:08 BdST | Updated: 2024-06-26 07:06:11 BdST

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের কানাইঘাট থেকে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে লড়তে চান ছাত্রলীগ নেতা খায়ের চৌধুরী।

নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা জুড়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন এ তরুণ নেতা। প্রচারণায় সাড়া মেলেছে সর্বমহলে। তরুণ এই ছাত্রনেতাকে নিয়ে উপজেলার সাধারণ ভোটারদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। জানা যায়, খায়ের চৌধুরী স্কুল জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই ছাত্রলীগে যোগ দেন। পড়াশোনার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে খায়ের ভর্তি হন দেশ সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একপর্যায় খায়ের চৌধুরী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সহ সম্পাদক হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন।

১/১১ এ শেখ হাসিনার মুক্তি আন্দোলনসহ নানান আন্দোলন সংগ্রামে সামনের সারিতে ছিলেন এই ছাত্রনেতা। উপজেলা নির্বাচনে প্রার্থীতার বিষয়ে খায়ের চৌধুরী বলেন, আমি শেখ হাসিনার দু:সময় দেখেছি। সুসময়ও দেখেছি। কানাইঘাটের মানুষ দক্ষ নেতৃত্বের জন্য শেখ হাসিনার উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। ছাত্ররাজনীতির পাশাপাশি এলাকার মানুষের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ রেখে আসছি। তাদের সুখে দু:খে পাশে থেকেছি।

তিনি বলেন, আমার রাজনৈতিক জীবনে কোনো কালি নেই। আমি যদি উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে পারি তাহলে আশা করি উপজেলাটি দেশরতœকে উপহার দিতে পারবো। একই সঙ্গে দেশরতœ শেখ হাসিনার উন্নয়ন অন্যান্যা এলাকায় যেভাবে পৌঁছেছে সেভাবে আমার উপজেলায়ও পৌঁছে দিবো। একটি মডেল উপজেলা হিসেবে কানাইঘাটকে গড়ে তুলবো। এটা আমার অঙ্গীকার।