সড়ক দুর্ঘটনায় ৪ নেতার মৃত্যুতে ছাত্রলীগের শোক


টাইমস অনলাইনঃ | Published: 2019-02-12 02:55:32 BdST | Updated: 2024-06-26 08:23:22 BdST

খুলনার রূপসা সেতুর বাইপাস সড়কে রোববার রাতে ট্রাকচাপায় নিহত ৫ প্রাইভেটকার আরোহী গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতা। এক পথচারীকে বাঁচাতে গিয়ে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়।

নিহতরা হলেন- বাংলাদেশ ছাত্রলীগ, গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাজু আহমেদ এবং জেলা ছাত্রলীগের সদস্য অনিমুল ইসলাম গাজী ও গোপালগঞ্জ সদর যুবলীগের সহ-সভাপতি সাদিকুল আলম।

ট্রাকচাপায় গোপালগঞ্জের চার ছাত্রলীগ নেতার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সোমবার এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ গোলাম রাব্বানী গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ শোক জ্ঞাপন করেন।

 

শোকবার্তা

নতুন কেনা গাড়ি নিয়ে বেড়াতে বের হয়ে আর ফেরা হলো না পাঁচ বন্ধুর। খুলনার রূপসা ব্রিজ এলাকায় গতকাল রোববার রাতে সড়ক দুর্ঘটনায় নিহত হন তাঁরা। নিহত সবার বাড়ি গোপালগঞ্জ। তাঁরা স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা ছিলেন।