ঢাকা কলেজে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের নিন্দা


Dhaka | Published: 2022-04-21 02:46:18 BdST | Updated: 2024-04-28 09:37:49 BdST

ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি এই অনাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন সিকদার ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে আজ এই দাবি জানানো হয়েছে।

লিখিত প্রতিবাদ লিপিতে বলা হয়েছে যে, "দেশের প্রাচীনতম বিদ্যাপীঠ ঢাকা কলেজ এর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। অবিলম্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনপূর্বক এধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত উস্কানীদাতা ও ইন্ধনদাতা এবং হামলাকারীদেরকে দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে কখনো এধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। আহত শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় সুচিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি নিহত পথচারী নাহিদের পরিবারকেও উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানাচ্ছি। নিউমার্কেটের হকার ও ব্যবসায়ীদের ন্যাক্কারজনক আচরণ বন্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ক্রেতা হয়রানি ও নারীদেরকে যৌন হয়রানি বন্ধে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করে সকল ক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে। মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য অবৈধভাবে ফুটপাত দখলকারী হকারদেরকে দ্রুত উচ্ছেদ করে এদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। অতীতের ন্যায় ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক আন্দোলনের পাশে থাকবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। কিন্তু আমরা লক্ষ্য করছি, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের মূলহোতা ছাত্রদল-শিবির-নুরু গংয়ের সন্ত্রাসীরা উস্কানি দিয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের প্রতি আহবান, আপনারা সজাগ ও সতর্ক থাকুন। চলমান ইস্যুকে কেন্দ্র করে বঙ্গবন্ধু কন্যা ও সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপি-জামাতের কোন সন্ত্রাসী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করার আহবান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা কাউকে ব্যাহত করতে দিবে না বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।"

প্রেস রিলিজ