কলরেট কমানোসহ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির তিন প্রস্তাব


Dhaka | Published: 2020-06-23 01:53:02 BdST | Updated: 2024-05-08 07:32:04 BdST

প্রস্তাবিত বাজেটে মোবাইল কলের ওপর ১৫ শতাংশ সম্পূরক কর হ্রাসসহ তিনটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। রোববার (২১ জুন) এক বাজেট প্রতিক্রিয়ায় সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব প্রস্তাব জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২০২২ অর্থবছরে শিক্ষাখাতে বরাদ্দ ১১ দশমিক ৬৯ শতাংশ করা হয়েছে, যা গত বছরের তুলনায় শূন্য দশমিক শূন্য ১ শতাংশ বেশি। এছাড়াও বাজেটে অর্থনীতি পুনরুদ্ধারে এক লাখ তিন হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজও রয়েছে। বিশ্বব্যাপী গভীর দুর্যোগপূর্ণ বর্তমান সময়ে এমন একটি আশাবাদী বাজেট প্রণয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও এখন অনলাইনে চলছে শিক্ষা কার্যক্রম। বিভিন্ন স্কুল-কলেজের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গত মার্চের শেষ দিক থেকে অনলাইনে পাঠদানে নির্ভরশীল হয়ে পড়েছে। তবে বাজেটে মোবাইল কলের ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব কার্যকর করা হলে তা- মোবাইল ইন্টারনেটের জন্যও প্রযোজ্য হয়েছে। এই প্রস্তাব অনলাইনে পাঠগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর হঠাৎ করেই নতুন বোঝা হয়ে দাঁড়াবে।

এ কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পক্ষ থেকে কল্যাণমুখী জনবান্ধব বাজেটের বিষয়ে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষার্থীদের জন্য এই শুল্ক মওকুফসহ দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বার্থে কয়েকটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।

>> এসব প্রস্তাবের মধ্যে মোবাইল কলের ওপর সম্পূরক শুল্ক হার কমানো, একইসঙ্গে সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে সব ক্যাম্পাসে উচ্চগতির ইন্টারনেট সেবা বিনামূল্যে সুবিধা নিশ্চিত করতে হবে।

>> বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে কেবল শিক্ষার্থীদের জন্য ‘বিশেষ প্যাকেজ’ অফার চালু করা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা নিশ্চিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে নির্দিষ্ট হারে আর্থিক সহযোগিতা প্রদানে অনুরোধ জানানো হয়েছে।