সোনারগাঁও ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন ১৩ এপ্রিল


নিজস্ব প্রতিবেদক | Published: 2022-04-13 05:59:46 BdST | Updated: 2024-05-07 14:51:03 BdST

সোনারগাঁও ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন আগামী ১৩ এপ্রিল বুধবার বেলা ৯টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সমাবর্তনে ইউনিভার্সিটির শুরু থেকে ফল-২০২০ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম সম্পন্নকারী যে সব শিক্ষার্থী যারা সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন তারা সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

সোনারগাঁও ইউনিভার্সিটির প্রথম সমাবর্তনে রেজিস্ট্রেশনকৃত সাড়ে তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। সমাবর্তনে ৩ জনকে চ্যান্সেলর’স গোল্ড মেডেল ও ৬৩ জন শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলর’স গোল্ড মেডেলসহ মোট ৬৬ জন কৃতি শিক্ষার্থীকে গোল্ড মেডেল প্রদান করা হবে।

সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

সমাবর্তনে আরো উপস্থিত থাকবেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, রাশেদ খান মেনন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, প্রকৌশলী মো: আব্দুল আলিম ও প্রকৌশলী আব্দুল আজিজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও কর্মকর্তারা। সমাবর্তন অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়ক ফেরদৌস।