
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে ১৯ আগস্ট (রোববার) থেকে। ছুটি শেষে ২৭ আগস্ট থেকে ক্লাস-পরীক্ষা শুরু হবে।
তবে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে ২৬ আগস্ট থেকে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ক্লাস-পরীক্ষা ১৯-২৬ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। ২৭ আগস্ট থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ১৯-২৩ আগস্ট পর্যন্ত। ২৪ ও ২৫ আগস্ট শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় প্রশাসনিক কার্যক্রম ২৬ আগস্ট থেকে শুরু হবে।
এসএম/ ১৪ আগস্ট ২০১৮