জাবি ভিসির বাসার সামনে চলছে প্রতিবাদী কনসার্ট


JU | Published: 2019-11-08 06:32:29 BdST | Updated: 2024-05-06 23:16:31 BdST

দুর্নীতির অভিযোগে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে প্রতিবাদী শিক্ষক-শিক্ষার্থীরা।

সারাদিন বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে শুরু হয়েছে প্রতিবাদী কনসার্ট। এতে বিভিন্ন ধরনের প্রতিবাদী গান গাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের চারদিক থেকে ঘিরে রেখেছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবাসিক হল ত্যাগের নির্দেশ ও মিছিল মিটিংয়ে নিষেধাজ্ঞা দিলেও এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

তবে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে বাসায় চলে গিয়েছেন বলে জানা গেছে।

অপ্রীতিকর যেকোনো ধরনের ঘটনা এড়াতে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। কিন্তু কোন ধরনের ভয়-ভীতি তোয়াক্কা না করে, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।