ডাকসু নেতার আহ্বানে বাণিজ্যিক ব্যবহার বন্ধ হলো ঢাবি খেলার মাঠের


ঢাবি টাইমস | Published: 2020-01-14 05:30:54 BdST | Updated: 2024-06-16 20:21:00 BdST

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসহ অন্যান্য মাঠের বাণিজ্যিক ব্যবহার বন্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

সোমবার ১৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকত এর করা এক আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আখতারুজ্জামান।

সোমবার বিকেলে মাঠের বাণিজ্যিক ব্যবহার বন্ধের জন্য শারীর শিক্ষা কেন্দ্রের পরিচালককে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন উপাচার্য।

এ বিষয়টি নিশ্চিত করে তানভীর হাসান সৈকত বলেন, শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি উপাচার্যকে অবহিত করলে তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেন। এখন থেকে আর বিশ্ববিদ্যালয়ের মাঠ বহিরাগতদের কাছে ভাড়া দেয়া তথা এর বাণিজ্যিক ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন উপাচার্য।

এর আগে বিকেল তিনটার দিকে উপাচার্য বরাবর আবেদনে সৈকত জানান, কেন্দ্রীয় খেলার মাঠ যত্রতত্র ভাড়া দেওয়ার কারণে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করতে পারছেনা। শুধু কেন্দ্রীয় খেলার মাঠ নয়, ভাড়া দেওয়া হচ্ছে হলের মাঠগুলােও। কেন্দ্রীয় খেলার মাঠ ভাড়া নিয়ে মাইকে গান বাজার কারনে সাইন্স লাইব্রেরিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়াশোনার বিঘ্ন ঘটে।

তাছাড়া মাঠ ভাড়া দেওয়ার কারণে বহিরাগত মানুষের বিশ্ববিদ্যালয়ে আনাগোনা হয় যার ফলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নানা নিরাপত্তাহীনতায় ভােগে। বিষয়টি নিয়ে ডাকসুর একাধিক প্রতিনিধির কাছে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন বলেও জানান ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত