সিটি ভোট পেছাতে আমরণ অনশন: অসুস্থ অনেক শিক্ষার্থী


Dhaka | Published: 2020-01-18 04:57:52 BdST | Updated: 2024-04-28 16:34:35 BdST

জানুয়ারির ৩০ তারিখে নির্ধারিত আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন এর নির্বাচন সরস্বতী পূজার দিনে হওয়ায় এই তারিখ পরিবর্তনের দাবীতে আমরণ অনশন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় শ'খানেক শিক্ষার্থী।

গত চার-পাঁচদিন টানা বিভিন্ন আন্দোলনের পর গতকাল বেলা ০২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা আমরণ অনশনে বসে।অনশনের ২৪ ঘন্টা পার হতে না হতেই একে একে অসুস্থ হতে শুরু করেছে অনশনরত একাধিক শিক্ষার্থী।

গুরুতর অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে অন্যতম হলেন জগন্নাথ হল ছাত্র সংসদের জিএস কাজল দাস, ক্রীড়া সম্পাদক অর্নব হোড়সহ অন্তত ৯ জন সাধারণ শিক্ষার্থী।তাছাড়া হল সংসদের ভিপি উৎপল বিশ্বাসও অনশনে ফলে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।অসুস্থ শিক্ষার্থীদেরকে নিকটস্থ ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এদিকে এই আন্দোলনকে অত্যন্ত যৌক্তিক ও নৈতিক বলে ইতিমধ্য অনশনে এসে সংহতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন ও সংগঠনের নেতৃবৃন্দ।

অন্যদিকে নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়টি বিবেচনা করার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করেছেন আওয়ামীলীগে জৈষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।

এছাড়াও পূজার জন্য নির্বাচনের তারিখ পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একাধিক প্রধান প্রার্থী।