মুজিববর্ষে ডাকসুর ক্রীড়া উৎসব: যা যা থাকছে


ঢাবি টাইমস | Published: 2020-01-18 09:40:56 BdST | Updated: 2024-04-28 11:49:59 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর পক্ষ থেকে সকলকে জানাই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর উদযাপনের পাশাপাশি বাংলাদেশের ইতিহাসের একটি মাহেন্দ্রক্ষণের দিকে যাচ্ছি আমরা। বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের প্রতীক্ষায় সারা বাংলাদেশ। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়েও সময় গণনার মধ্যদিয়ে চলছে প্রতীক্ষার প্রহর। ইতোমধ্যেই আমরা লক্ষ্য করেছি বন্ধুত্বপূর্ণ ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন শিক্ষার্থীবান্ধব ক্রীড়া কর্মসূচী ঢাকা বিশ^বিদ্যালয় ক্রীড়াঙ্গনকে করেছে আরও প্রাণবন্ত আরও প্রাণোচ্ছল যা সা¤প্রতিক অতীতে নজিরবিহীন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে ১৭ই মার্চ ২০২০- ২৬শে মার্চ ২০২১ পর্যন্ত বাংলাদেশের সকল ক্ষেত্রে আয়োজিত হবে নানাধরণের কর্মসূচি। মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ধারাবাহিক ক্রীড়া কর্মসূচিতে যুক্ত হতে যাচ্ছে "ডাকসু মুজিববর্ষ অভ্যন্তরীণ ক্রীড়া উৎসব ২০২০"

ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও স¤প্রীতির যে চর্চা হয় নিয়মিত ক্রীড়াসূচীর পাশাপাশি বিভিন্ন ক্রীড়া কর্মসূচির মধ্য দিয়ে তা আরো বেগবান করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সর্বদা দৃঢ় প্রত্যয়ী। এরই ধারাবাহিকতায় মুজিববর্ষকে স্বাগত জানিয়ে আগামী ২৩ জানুয়ারি হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে "ডাকসু মুজিববর্ষ অভ্যন্তরীণ ক্রীড়া উৎসব ২০২০"
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন এর মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করে দাবা (একক), ব্যাডমিন্টন(দ্বৈত), ক্যারম (দ্বৈত), টেবিল টেনিস(দ্বৈত) ইভেন্টে প্রতিদ্ব›িদ্বতা করতে পারবে।

ইভেন্টসমূহঃ
১. টেবিল টেনিস (দ্বৈত) ছাত্র ও ছাত্রী (২৫ ও ২৬ জানুয়ারি)
২. ক্যারম (দ্বৈত) ছাত্র ও ছাত্রী (২৭ ও ২৮ জানুয়ারি)
৩. দাবা (একক, দশ মিনিট, সুইস লিগ) (২৭ ও ২৮ জানুয়ারি)
৪. ব্যাডমিন্টন (দ্বৈত) ছাত্র ও ছাত্রী (২,৩ ও ৪ ফেব্রæয়ারী)

রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ ও জমা দানের তারিখ ঃ ১৬-০১-২০২০ থেকে ২৩-০১-২০২০ পর্যন্ত।
সময় ঃ সকাল ১০:০০ ঘটিকা থেকে সন্ধ্যা ০৭:০০ ঘটিকা পর্যন্ত।
স্থান ঃ ডাকসু ভবন (দ্বিতীয় তলা, অফিস কক্ষ)।

বি.দ্রঃ
১. শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ¯œাতক ও ¯œাতকোত্তরের নিয়মিত শিক্ষার্থীরাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
২. সংশ্লিষ্ট ইভেন্টসমূহে বিশ্ববিদ্যালয় দলের কোন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। সংশ্লিষ্ট ইভেন্টসমূহে বিশ্ববিদ্যালয় দলের খেলোয়াড়গণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চেজ ক্লাবের সদস্যগণ ইভেন্টসমূহ পরিচালনার দায়িত্বে থাকবেন।
৩. শিক্ষার্থীরা একাধিক ইভেন্টে রেজিষ্ট্রেশন করতে পারবেন, টেবিল টেনিস, ক্যারম ও ব্যাডমিন্টন ইভেন্টে রেজিস্ট্রেশন ফি ৩০+৩০=৬০ টাকা এবং দাবার ক্ষেত্রে ৩০ টাকা প্রযোজ্য ।

রেজিস্ট্রেশন ফি বাবদ জমাকৃত পুরো অর্থই শীতার্ত মানুষের সাহায্যার্থে ব্যয় করা হবে।
সংযুক্তিঃ
১. আইডি কার্ড/পেইন স্লিপেের ফটোকপি।

প্রেস বিজ্ঞপ্তি