কুবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন


কুবি টাইমস | Published: 2017-08-21 17:44:52 BdST | Updated: 2024-05-12 06:17:37 BdST

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবুল হক ভূঁইয়াকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা। নিজেদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে তারা।

শিক্ষক মাহবুবুলের বিরুদ্ধে শোক দিবসে ক্লাস নেয়ার অভিযোগ মিথ্যা-ভিত্তিহীন বলে দাবি করেছেন স্মারকলিপি দেয়া শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা লিখেছেন, ‘আমরা বিভাগের সকল শিক্ষার্থী এ বিষয়ে জ্ঞাত যে,সেদিন যে ব্যাচের ক্লাস নেয়ার অভিযোগ তোলা হচ্ছে তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে এবং ইতোমধ্যে একটি পরীক্ষা সম্পন্ন হয়েছে।এই পরিস্থিতিতে ক্লাস নেয়ার কোন সুযোগ নেই। শুধুমাত্র কিছু শিক্ষার্থী পড়া বুঝিয়ে দেয়ার অনুরোধ করলে তিনি শিক্ষকদের রুমে জায়গা না পেয়ে পাশের শ্রেনিকক্ষে অবস্থান করছিলেন।’

অথচ ওই শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্য না শুনেই একপাক্ষিকভাবে সিদ্ধান্ত নেয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা বলেন, ‘স্যারের কিংবা সেদিন উপস্থিত শিক্ষার্থীদের কোন প্রকার মন্তব্য গ্রহণ ছাড়াই তাঁকে এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে।যা একান্তই একপাক্ষিক সিদ্ধান্ত ।আমরা এমন একপাক্ষিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।’

নিজেদের বিভাগের প্রধানকে বাধ্যতামূলক ছুটি ছাড়াও প্রাণনাশের হুমকির নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা স্মারকলিপিতে লিখেছেন, ‘১১ তম ব্যাচের শিক্ষার্থী সাঈদ ইবনে সাদ ফেসবুকে প্রকাশ্যে স্যারকে হত্যার হুমকি দিয়েছে।একজন শিক্ষককে এভাবে প্রকাশ্যে হুমকি দেয়ায় আমরা নিজেদের এবং স্যারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’

রোববার (২০ আগস্ট) দেয়া এই স্মারকলিপিতে শিক্ষকের বাধ্যতামূলক ছুটির আদেশ প্রত্যাহার এবং হুমকি দেয়া শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি দাবি করে লেখা হয়, ‘অনতিবিলম্বে স্যারের বিরুদ্ধে নেয়া এই শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার এবং এভাবে প্রকাশ্য হুমকি দেয়া ছাত্ররূপী সন্ত্রাসের বহিষ্কারের দাবিতে বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিচ্ছি।’

জাতীয় শোক দিবসে ‘ক্লাস নেওয়ার অপরাধে’ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক এবং ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল হক ভূঁইয়া তারেককে এক মাসের বাধ্যতামূলক ছুটি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

টিআর/ ২১ আগস্ট ২০১৭