বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন দেবে বাকৃবি শিক্ষক-কর্মকর্তারা


শাহরিয়ার আমিন | Published: 2017-08-21 23:47:13 BdST | Updated: 2024-09-19 22:39:15 BdST

বাংলাদেশের বন্যা দূর্গত ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সহযোগিতার জন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি)। সোমবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা,রেজিস্ট্রার,প্রোক্টর,ট্রেজারার,কর্মচারিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভায় বন্যার্তদের সাহায্যের জন্য প্রো-ভাইস চ্যান্সেলর একটি কমিটি গঠন করেন।

অর্থের দুই-তৃতীয়াংশ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে এবং অবশিষ্ট অর্থ বন্যা দুর্গত এলাকার মানুষের সাহায্যার্থে ত্রাণ সামগ্রী হিসাবে বীজ, সবজি চারা, ধানের চারা, খাদ্য (চাউল,চিড়া,চিনি,আলু), গোখাদ্য, পশু চিকিৎসা সামগ্রী, স্যালাইন, পানি শোধন ট্যাবলেট, ঔষধ সামগ্রী সরাসরি দেয়া হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীরা নিজেদের সাধ্যমত বন্যার্তদের সহযোগিতার জন্য উদ্যোগ নিয়েছে।

জেএস/ ২১ আগস্ট ২০১৭