মুকসুদপুর ছাত্রকল্যাণ সংগঠনের নেতৃত্বে তারেক-অলোক


Gopalganj | Published: 2024-09-13 23:44:22 BdST | Updated: 2024-10-13 20:44:29 BdST

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) গঠিত হয়েছে মুকসুদপুর ছাত্রকল্যাণ সংগঠনের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি। 

নতুন এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তারেক শেখ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অলোক সরকার।

বুধবার (১১ই সেপ্টেম্বর) সংগঠনের উপদেষ্টামন্ডলী ও সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাজ্জাদ হোসেন, দেবু বিশ্বাস, সুমন, হাফিজুর এবং শ্রীবাস বালা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন, মাশরুল, রিপন রায়, পিপাসা রায় এবং বিজয় সরকার।

এছাড়াও কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক বলরাম তালুকদার, সহ- সাংগঠনিক সম্পাদক অপু বর, দপ্তর সম্পাদক শাহারিয়ার জামান সিজার, উপ-দপ্তর সম্পাদক রুদ্র দাস, প্রচারণা বিষয়ক সম্পাদক মোঃ জসীম উদ্দিন,  উপ-প্রচার সম্পাদক পূর্নিমা টিকাদার, অর্থ সম্পাদক মনির, উপ-অর্থ সম্পাদক ইনজামুল মুন্সী এবং সদস্য হিসেবে রয়েছেন- প্রতাব দাস, নওশীন আক্তার ইরা, রিয়াজুল, রাশেদ, ইয়ামিন, সৌরভ বর এবং প্রতিম মন্ডল।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক অলোক সরকার বলেন, "আমাদের সংগঠনের প্রধান উদ্যেশ্য হলো বশেমুরবিপ্রবিতে মুকসুদপুরের যেসব শিক্ষার্থী লেখাপড়া করছেন তাদেরকে ঐক্যবদ্ধ করা, তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করা।"

নব-নির্বাচিত সভাপতি তারেক শেখ বলেন," আমরা মেধা মনন ও পরিশ্রম দিয়ে এই সংগঠনকে রোল মডেলে পরিণত করবো। শিক্ষার্থীদের কল্যাণে সকলের সহযোগিতায় বৈচিত্র্যময় কাজের মাধ্যমে সংগঠন আরো বেগবান হবে বলে আশা করি।"