২১শে অগস্ট হামলাকারীদের শাস্তির দাবীতে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল


রবিউল ইসলাম | Published: 2017-08-21 23:56:52 BdST | Updated: 2024-09-19 22:05:23 BdST

২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে হামলাকারীদের কঠোর শাস্তি কার্যকর করার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা কর্মীরা।

সোমবার (২১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা এ কর্মসূচি পালন করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী ও ছাত্রনেতা নিবিড় পাল, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সাইদুর রহমান, জোবায়ের পারভেজ খান, খোরশেদ জয়, পরিসংখ্যান বিভাগের নুরনবী হোসেন, পদার্থ বিদ্যা বিভাগের রাজিব মোল্লা ও দুরুল হুদা সাদ্দাম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাইমিনুল কাইয়্যূম ও মোঃ ওমর ফারুক, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের মোঃ ইমরান মিয়া, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের যুব ভুইয়া ও জাবির ইকবাল, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের মানিক শীল ও ওমর ফারুক, ব্যবসায় প্রশাসন বিভাগের আনাস পারভেজ, গণিত বিভাগের মোঃ ফয়সাল হোসেনসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ছাত্রনেতা নিবিড় পাল বলেন, ২১ আগষ্ট বাংলাদেশের ইতিহাসে একটি জঘন্যতম হত্যাকান্ডের দিন। ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয়। সেদিনের পৈশাচিক হামলার প্রধান টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগকে নেতৃত্বশুন্য করার ঘৃণ্য লক্ষ্যে পরিকল্পিতভাবে সংঘবদ্ধভাবে গ্রেনেড হামলায় মেতে উঠে ঘাতকের দল।

নিবিড় আরো বলেন, হামলায় অলৌকিকভাবে বঙ্গবন্ধু কন্যা প্রাণে রক্ষা পেলেও হতাহত সাড়ে তিন শতাধিক মানুষের রক্তে ভেসে যায় বঙ্গবন্ধু এভিনিউ। প্রাণ হারান প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সহধর্মীণী, আওয়ামী লীগের তদানীন্তন মহিলা সম্পাদক ও বিশিষ্ট নারীনেত্রী আইভি রহমানসহ ২৪ জন। আমরা এ হামলার সাথে জড়িত সকলের কঠোর শাস্তি কার্যকর করার দাবী জানাচ্ছি।

টিআর/ ২১ আগস্ট ২০১৭