শিক্ষার্থীকে মারধর করে হল ছেড়ে দেয়ার হুমকি


চবি টাইমস | Published: 2017-08-22 15:36:06 BdST | Updated: 2024-05-11 21:28:55 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এফ রহমান হলের হেফাজ উদ্দিন নামে এক বৈধ শিক্ষার্থীকে মারধর করে সিট ছেড়ে দেয়ার হুমকি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। এসময় মারধরের বিষয়ে কাউকে না জানাতেও শাসায় তারা। মারধরের শিকার ওই শিক্ষার্থী যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী।

সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হলের ওই শিক্ষার্থীর বরাদ্দ পাওয়া ৩১৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

মারধরকারী ছাত্রলীগকর্মীরা হলেন সমাজতত্ত্ব বিভাগের কামরুল (২০১৬-১৭), বাংলা বিভাগের আল-আমিন (২০১৫-১৬), সংস্কৃত বিভাগের মুজাহিদ (২০১৫-১৬), অর্থনীতি বিভাগের রানা (১৬-১৭) ও ইতিহাস বিভাগের সাব্বির (১৬-১৭)। তারা সবাই মিলে ওই কক্ষে অবস্থানরত বৈধ আবাসিক শিক্ষার্থী হেফাজকে এলোপাতাড়ি বুকে লাথি ও ঘুষি মারে।

তারা সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বী সুজনের অনুসারী হিসেবে পরিচিত। এদের মধ্যে আল-আমিন ও মুজাহিদ দীর্ঘদিন ধরে এফ রহমান হলে অবৈধভাবে বসবাস করে আসছেন বলে জানা গেছে। খবর জাগো নিউজ।

সূত্রে জানা যায়, বৈধভাবে আবাসিক হলটিতে ৩১৭ নং কক্ষে সিট বরাদ্দ পায় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হেফাজ। কিন্তু ওই কক্ষে তার সঙ্গে আরও তিন শিক্ষার্থীকেও বরাদ্দ দেয়া হয়। থাকতে অসুবিধার কারণে ছাত্রলীগকর্মী কামরুল বেশ কয়েক দিন ধরেই মারধরের শিকার ওই শিক্ষার্থীকে সিট ছেড়ে দেয়ার হুমকি দিয়ে আসছিল। তাতে কর্ণপাত না করায় সন্ধ্যার দিকে কামরুলের নেতৃত্বে আরও চারজন ছাত্রলীগকর্মী ওই কক্ষে এসে তাকে মারধর করে। পাশাপাশি হল ছেড়ে দিতে ও বিষয়টি কাউকে না জানাতেও হুমকি দেয়।

এদিকে এ বিষয়ে মারধরের শিকার হেফাজ উদ্দিন বলেন, হঠাৎ করে এসেই কামরুলসহ আরও পাঁচজন মিলে আমাকে বুকে পিঠে লাথি-ঘুষি মারে। তারা আমাকে এ ঘটনা প্রক্টর, পুলিশ ও সাংবাদিকদের জানালে ক্যাম্পাসে থাকতে দেবে না বলেও হুমকি দেয়।

এ বিষয়ে চবি ছাত্রলীগ স্থগিত কমিটির সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বী সুজন বলেন, আমি তাদের চিনি না। তবে খবর নিচ্ছি। কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, শুনেছি, খোঁজ-খবর নিয়ে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এসআর/ ২২ আগস্ট ২০১৭