বন্যার্তদের সাহায্যার্থে একদিনের বেতন দেবে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা


সরকার আব্দুল্লাহ তুহিন | Published: 2017-08-22 15:55:18 BdST | Updated: 2024-09-19 22:16:13 BdST

মানুষের সাহায্যার্থে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ তাদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (২১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম এর পরিচালনায় কার্য নির্বাহী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা নিজেদের সাধ্যমত বন্যার্তদের সহায়তা চালিয়ে যাচ্ছেন।

আরএম/ ২২ আগস্ট ২০১৭