ঢাবির ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকার বাজেট সিন্ডিকেটে অনুমোদন


ঢাবি টাইমস | Published: 2020-07-23 18:27:11 BdST | Updated: 2024-06-16 19:22:22 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী অর্থবছরের জন্য ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে সিন্ডিকেট৷  গত সোমবার সিন্ডিকেট এই বাজেটের অনুমোদন দেয়।

আজ বৃহস্পতিবার বিকালে বসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন। আর এই অধিবেশনেই অনুমোদন হবে আগামী অর্থবছরের বাজেট।

জানা গেছে, এই বাজেট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ৭৪৮ কোটি ৬ লাখ টাকা অনুদান দেবে আর শিক্ষার্থীদের কাছ থেকে ফি, ভর্তি ফরম বিক্রি, বেতন-ভাতা থেকে কর্তন, সম্পত্তিসহ নিজস্ব খাতগুলো থেকে ৭১ কোটি টাকা আয় হবে। এই দুই খাত থেকে ৮১৯ কোটি ৬ লাখ টাকা আয় হলেও বাজেটে ৫০ কোটি ৫০ লাখ টাকা ঘাটতি থাকবে৷

এবছরের পুরো বাজেটের মাত্র ৪.৭ অর্থ যাবে গবেষণা খাতে যা একেবারেই ন্যূনতম পরিমাণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৮১০ কোটি ৪২ লাখ টাকা৷ সেখানে গবেষণায় মোট বরাদ্দ ছিল ৪০ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা, যা ছিল বাজেটের ৫.০৪ শতাংশ৷ তার আগের অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল বাজেটের ৬.৬৬ শতাংশ৷ অর্থাৎ সর্বশেষ দুই অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ ক্রমাগত কমেছে৷

২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে গবেষণাখাতে মোট বরাদ্দ করা হয়েছে ৪০ কোটি ৯১ লাখ টাকা৷ শতাংশের হিসাবে এই বরাদ্দ মোট বাজেটের ৪.৭ ভাগ৷ এর মধ্যে কয়েকটি অনুষদের গবেষণার সরঞ্জাম কেনা এবং কয়েকটি অনুষদ-বিভাগের ল্যাবরেটরি যন্ত্রপাতি কেনা ও ল্যাব স্থাপনে ১৩ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে৷ এ ছাড়া গবেষণা মঞ্জুরী হিসেবে রয়েছে ৯ কোটি ৫০ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়ের ৫৬টি গবেষণাকেন্দ্রের জন্য ৭ কোটি ৫০ লাখ টাকা, গবেষণা প্রকল্পে বিশেষ অনুদান হিসেবে ২ কোটি টাকা এবং শিক্ষকদের গবেষণা ভাতা হিসেবে বরাদ্দ রাখা হয়েছে ৮ কোটি টাকা৷