বুয়েট ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয়


বুয়েটে | Published: 2020-07-26 01:51:03 BdST | Updated: 2024-06-16 18:01:06 BdST

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট এর আইন অমান্য করে জাতীয়তাবাদী ছাত্রদল কমিটি গঠন করায় বুয়েট নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করা শাস্তিযোগ্য অপরাধ। 

"যথাযথ নিয়ম অনুসরণ করে নিয়ম শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে"।

Caption

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরও এই শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (২৪ জুলাই) ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন।