অনলাইনে ক্লাস করতে স্মার্টফোন পাচ্ছেন ইবি অসচ্ছল শিক্ষার্থীরা


আমিনুল ইসলাম | Published: 2020-08-15 03:03:38 BdST | Updated: 2024-03-29 03:39:07 BdST

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে অনলাইন ক্লাস করতে স্মার্টফোন ক্রয়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা প্রণয়নের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই নির্দেশনা অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি অস্বচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন সরবরাহের জন্য তালিকা প্রস্তুত করার কার্যক্রম শুরু করেছে।

সকল বিভাগের সভাপতির নিকট অস্বচ্ছল শিক্ষার্থীদের তালিকা করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যে সকল শিক্ষার্থীর ডিভাইস ক্রয়ে আর্থিক সক্ষমতা নেই তাদেরকে আওতায় স্মার্টফোন সুবিধা নিশ্চয়তার বিধানের জন্য সে সকল শিক্ষার্থীর নির্ভুল তালিকা নিম্ন স্বাক্ষরকারীর নিকট হার্ডকপি এবং ই-মেইলে ([email protected])সফটকপি পাঠাতে হবে। আগামী ১৯ আগস্টের মধ্যে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, ভার্চুয়াল ক্লাসে অংশ নিতে যেসব শিক্ষার্থীর ডিভাইস কেনার সক্ষমতা নেই, তাদের তালিকা পাঠাতে গত ৬ আগস্ট সরকারি বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

//