আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী, আটক দুর্বৃত্ত


ঢাবি টাইমস | Published: 2020-09-17 01:12:20 BdST | Updated: 2024-05-11 03:36:58 BdST

সামান্য ঘটনায় নেত্রকোনার কলমাকান্দায় দুর্বৃত্তের হামলায় মাথায় আঘাত পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ছাত্রী কেয়া আফরোজ কাকলি এখন আশঙ্কামুক্ত। মূল হামলাকারী লালচাঁন গ্রেপ্তার হয়েছে। বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। হামলাকারী লালচানকে মাত্র দেড় ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। 

প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৭ টা সেলাই লেগেছে । বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসুর সদ্য সাবেক জিএস গোলাম রাব্বানী।

নেত্রকোনা জেলার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সীর নির্দেশে তড়িৎ এ গ্রেপ্তারের ঘটনার জন্ম দিয়ে পুলিশ বিভাগের ভাবমূর্তি উজ্জ্বলতর করেছে পুলিশ বাহিনীর সদস্যরা।

তিনি জানান, স্থানীয় ছেলে, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের গণযোগাযোগ বিষয়ক উপসম্পাদক ও Team Positive Bangladesh (TPB) সদস্য আউয়াল মিয়ার ধ্যমে টিপিবির পক্ষ থেকে সামান্য উপহার পৌঁছে দেয়া হয়েছে। আওয়াল হাসপাতালে বোনের পাশে অবস্থান করে চিকিৎসা সংক্রান্ত সার্বিক খোঁজ খবর রাখছে।

.

রাব্বানী জানান, ইতিমধ্যেই, মূল হামলাকারী লালচাঁন গ্রেপ্তার হয়েছে। বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বাংলাদেশ পুলিশকে আন্তরিক ধন্যবাদ, তড়িৎ ব্যবস্থা নেয়ার জন্য।

এর আগে কাকলি ফেইসবুক স্ট্যাটাসে বলেন , আমি কেয়া আক্তার কাকলি(বাংলা বিভাগ ঢাবি নেত্রকোনা জেলা,কলমাকান্দা থানা,পোগলা ইউনিয়ন, আতকাপাড়া গ্রাম থেকে বলছি, কিছু লোক আমাদের গরুকে তাদের ধান খেতে যাওয়ার অভিযোগে মারধর করে, আমি ও আমার মা প্রতিবাদ করায় আমাকে মেরে মাথা ফাটিয়ে দেয় এবং।শারীরিক ভাবে লাঞ্ছিত করে, আমি বেশি কিছু লিখার শক্তি পাচ্ছি না,প্লিজ আমাকে কেউ হেল্প করুন।