১২ টাকা বেতনে পড়া নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ঢাবি ভিসি


Dhaka | Published: 2020-10-04 04:16:52 BdST | Updated: 2024-05-11 14:53:41 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা ১২ ও ১৫ টাকায় পড়াশোনা করে জানিয়ে বিষয়টিকে ‘অ্যামেজিং, রেকর্ড’ বলে মন্তব্য করেন ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তার ওই মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। 

শুক্রবার (২ অক্টোবর) বিকালে নিজ বক্তব্যের সম্পর্কে তার কাছে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়। সরকারি অর্থে এটি পরিচালিত হয়। এখানে দেশের সেরা মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হয়। স্বীকৃতিস্বরূপ বেতন বাড়াই না আমরা। যা আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য। যেখানে মেধাবী শিক্ষার্থীরা পড়বে এবং তাদের মাসিক বেতনটা সব সময় এ রকম থাকে।’

তিনি আরও বলেন, ‘অনেকে আমাদের বলে শিক্ষার্থীদের বেতন বৃদ্ধি করতে। কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডল যখন শোনে যে, আমাদের দেশ, জাতি মেধাবী শিক্ষার্থীদের এতো কম মাসিক বেতন নিয়ে গ্র্যাজুয়েট তৈরি করতে পারে। আমাদের মাসিক বেতনটা খুবই কম। যা প্রতীকী হিসেবে নেওয়া হয়। আমরা প্রতীকী ব্যবস্থাকে সম্মান করি, যা আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বৈশিষ্ট।’

প্রসঙ্গত, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গত বুধবার তিনি বলেন, ‘এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ৪০ হাজার। এখানে ১২ ও ১৫ টাকায় পড়াশোনা করেন তারা। ইটস অ্যামেজিং, রেকর্ড।’

বাংলাা ট্রিবিউন